৬:৪২ অপরাহ্ণ

বিশ্বনাথের রুহুল আমীনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
বিশ্বনাথ উপজেলার কামালবাজারের মিরারগাঁও গ্রামের আব্দুল ওহাবের ছেলে রুহুল আমীনের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
রুহুল আমীনকে পলাতক আসামী হিসেবে বিবেচনা করে এই পরোয়ানা জারি করা হয়। বৃহস্পতিবার (২৭ জুন, ২০২৪ ইং) সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত এ আদেশ জারি করেন।
সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত সুত্রে এ তথ্যটি নিশ্চিত করেছেন। পরোয়ানার কপিতে দেখা যায়, রুহুল আমীনের বিরুদ্ধে ফৌজদারী বিধি ৩২৫/৩২৬/৩০৭/৫০৬(ওও)/৩৪ দঃ বিঃ ধারায় মামলা করা হয়েছে।
মামলার নং- ৩৫, তারিখঃ- ২৭/০১/২০২৩ ইং। উল্লেখ, ২০২৩ সালের ২৭ জানুয়ারি সিলেট এমসি কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের আধিপত্যর জের ধরে সিলেট মহানগীর শেখঘাট এলাকায় হাসান আহমদ নামে একজন ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়।
উক্ত হত্যাকান্ডে হাসান আহমদের পিতা বাদী হয়ে রাতে বিশ্বনাথ থানায় ৬ জনের নামে ও অজ্ঞাত আরও ৮-৯কে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার নং- ৩৫, তারিখঃ- ২৭/০১/২০২৩ ইং।
আসামীরা হলেন- ১. নগরীর সুবিদবাজারস্থ নুরানী ৩৬ নং বাসার মো. আব্দুল মান্নানের ছেলে সাব্বির আহমদ (২২), ২. বিশ্বনাথ উপজেলার কামাল বাজারের বড়কাপন গ্রামের মো. আব্দুল মুতলিব ছেলে সেবুল আহমদ (২৫), ৩. বিশ্বনাথ উপজেলার কামালবাজারের মিরারগাঁও গ্রামের আব্দুল ওহাবের ছেলে রুহুল আমীন (২৭), ৪. দক্ষিণ সুরমার তেতলীর মো. আব্দুল মজিদের ছেলে অলিউর রহমান (২৬), ৫. নগরীর শেখঘাট এলাকার ডালিম মিয়ার কলোনীর মোহাম্মদ চান মিয়ার ছেলে ইসলাম উদ্দিন (২০), ৬. একই এলাকার সবুজ মিয়ার কলোনীর মোহাম্মদ ওস্তার মিয়ার ছেলে মোহাম্মদ রাসেল (২১)। অজ্ঞাত আরও ৮-৯ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
ঐ মামলার ৩নং আসামী করা হয়েছে রুহুল আমীনকে। উক্ত হত্যা মামলা দায়েরের পর রুহুল আমীন এখনও আত্ম গোপনে রয়েছেন।
পরে বৃহস্পতিবার (২৭ জুন) সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জকে নির্দেশ করে এ আদেশ জারি করেন।