সোমবার, ডিসেম্বর ৯, ২০ ২৪
রাহাত হাসান মিশকাত-শাবিপ্রবি::
২১ মে ২০ ২২
১১:১৪ অপরাহ্ণ

বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
কয়েকদিনের টানা ভারি বর্ষণ, উজানের ঢল এবং বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন ওই সকল এলাকায় অবস্থান করা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক ও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত আবাসন ব্যবস্থা না থাকায় মূল ফটক সংলগ্ন এলাকা তপোবন, সুরমা আবাসিক এলাকা সহ শহরের বিভিন্ন জায়গায় থাকেন শিক্ষক-শিক্ষার্থীরা। ওই সব এলাকায় বিভিন্ন ভবনের নিচতলায় পানিতে তলিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের ব্যবহারের জিনিসপত্র নিয়ে পড়েছেন বিপাকে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা থাকায়, পড়ার পর্যাপ্ত সুযোগ সুবিধা পাচ্ছেন না বলে জানান শিক্ষার্থীরা। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলের কতিপয় স্থানে বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে। বন্যার পানির ক্রমাবনতির কারণে সিলেট নগরীর কয়েক লক্ষ মানুষ বিপাক ও দুর্ভোগ পোহাতে এর মধ্যে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও। তপোবন আবাসিক এলাকার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি চতুর্থ বর্ষের শিক্ষার্থী প্রান্ত বলেন, অতিরিক্ত পানি বৃদ্ধিতে রুমে পানি ঢুকে পড়েছে। এতে রুমে অবস্থান ও যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। রান্নাঘর ও রুম পানিতে প্লাবিত হওয়ায় খাবারের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। শিক্ষার্থীদের পাশাপাশি দুর্ভোগে পড়েছেন শিক্ষকরা। ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক আমেনা পারভীন জানান, 'বন্যার পানি বৃদ্ধিতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের অনেক দুর্ভোগে পরতে হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন চেষ্টা করছে তাদের পাশে দাড়ানোর।' এদিকে বন্যায় বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় ফুড ইঞ্জিনিয়ারিং ও টি টেকনোলজি বিভাগের ২য় ও ৩য় বর্ষের পরীক্ষা ও গণিত বিভাগের ৩য় বর্ষের পরীক্ষা পিছানো হয়েছে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ