শনিবার, এপ্রিল ২৭, ২০ ২৪
ড্রীম সিলেট ডেস্ক
১৮ মার্চ ২০ ২০
৬:৩০ অপরাহ্ণ

সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা

এই প্রথম বারের মতো ৫মার্চ পূন্যভূমি সিলেটে আসছেন মহিলা জেনারেল, ল্যাপারোস্কপিক এন্ড কলোরেক্টাল সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা। এমবিবিএস, বিসিএস, এমসিপিএস (সার্জারী), এফসিপিএস (সার্জারী), এমএস (কলোরেক্টাল সার্জারী)
ট্রেইন্ড ইন প্যালভিক ফ্লোর ডিসঅর্ডারস জেনারেল ও কলোরেক্টাল সার্জন। তিনি ৫মার্চ থেকে ৬মার্চ পযর্ন্ত রোগী দেখবেন।
সহকারী অধ্যাপক, কলোরেক্টাল সার্জারী বিভাগ, ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।
সিরিয়াল : ০১৭৬৭-৭০৭৭৭৭ (ঢাকা ও সিলেট) যে সমস্ত রোগের পরামর্শ ও সেবা দেওয়া হবে
** পাইলস (অর্শ্ব),
* এনাল ফিশার, * পায়খানা আটকে যাওয়া
* কৌষ্ঠ-কাঠিন্য, * এপেন্ডিসাইটিস, ** ফিষ্টুলা (সাধারন ও জটিল),
* মলদ্বার বের হয়ে আসা, * মলদ্বার রক্ত যাওয়া, * মলদ্বারে পলিপ, * গর্ভবতী মায়ের পাইলস চিকিৎসা, * বৃহদান্তে ক্যান্সার, * মলদ্বারে পূজ পড়া, ব্যাথা হওয়া, * বিনা অপারেশনে মলদ্বারে পাইলস এর চিকিৎসা, * মলদ্বার না কেটে অত্যাধুনিক পদ্ধতিতে পাইলস এর চিকিৎসা, ** কলোস্টমি কেয়ার,
মহিলাদের স্তনের যে কোন ধরনের সমস্যার চিকিৎসা করা হয়, যেমন :
* বুকে ব্যাথা, * স্তনে গোটা, * বোটা দিয়ে নি:সরন, * স্তনের বোটা ঢুকে যাওয়া, * স্তনে ক্যান্সার, * স্তনে ফোঁড়া
চেম্বার : কমফোর্ট মেডিক্যাল সার্ভিসেস, ১৭-কাজলশাহ, নিউ মেডিক্যাল রোড, সিলেট।
সিরিয়াল : ০১৭৬৭-৭০৭৭৭৭ (সিলেট এবং ঢাকা)
প্রচারে : সুরমা মেডিক্যাল ইনফরমেশন সেন্টার। -বিজ্ঞপ্তি
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ