রবিবার, অক্টোবর ১, ২০ ২৩
বিশ্বনাথ প্রতিনিধি::
৩১ মে ২০ ২৩
৬:৩৬ অপরাহ্ণ

এমপির গাড়ি বহরে হামলা
বিশ্বনাথ উপজেলা আ’লীগ নেতার দুই বছরের কারাদন্ড

সিলেটের বিশ্বনাথে গণফোরামের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি ও সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খানের গাড়িতে বহরে হামলার ঘটনায় বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি শামিম আহমদকে ২বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।

বুধবার সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল সিনিয়র আদালত-১ এ রায় ঘোষণা দেন। এ মামলায় বাকি ৪আসামিকে অব্যাহতি দেয়া হয়েছে। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, পৌর আ’লীগের সদস্য জুনাব আলী, দবির মিয়া ও উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুল।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদি ও এমপির এপিএস অসিত রঞ্জন দেব। উল্লেখ্য, ২০২০সালে ১১ আগস্ট দুপুরে বিশ্বনাথ উপজেলা মাসিক আইন শৃংখলা কমিটির সভায় যোগদান করতে গেলে এমপি মোকাব্বির খানের গাড়িতে হামলা করা হয়। এঘটনায় এমপির এপিএস অসিত রঞ্জন দেব বাদী হয়ে দ্রুত বিচার আইনে ওই মামলাটি দায়ের করেন, (মামলা নং-১০)।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ