সোমবার, এপ্রিল ২৮, ২০ ২৫
নিজস্ব প্রতিবেদক:
৪ জানুয়ারী ২০ ২৩
১২:১১ পূর্বাহ্ণ

মারামারির ঘটনায় কলেজ শিক্ষক গ্রেফতার

সুনামগঞ্জ জেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের বাংলা প্রভাষক মোহাম্মদ নজরুল ইসলামকে ছাতক থানার একটি মামলায় গ্রেফতার দেখান পুলিশ।

গতকাল ০৩ জানুয়ারি ২০২৩, সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের সামনে থেকে ঐ শিক্ষককে পুলিশের একটি টীম গ্রেফতার করে।

এই ব্যাপারে ছাতক থানার পুলিশের এস আই মোঃ শাহাব উদ্দিনের সাথে কথা হলে তিনি আমাদের সংবাদ দাতাকে জানান গত ৩১ ডিসেম্বর ২০২২ ইং গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের ৫০তম বর্ষপূর্তি উৎযাপন অনুষ্ঠানে বাংলা প্রভাষক মোহাম্মাদ নজরুল ইসলাম এবং কলেজ ছাত্রনেতাদের সাতে মারামারির ঘটনা ঘটে।

পরবর্তীতে কলেজ ছাত্রনেতা মুহাম্মাদ আশরাফ বাদি হয়ে প্রভাষক মোহাম্মদ নজরুল ইসলামের বিরুদ্ধে ছাতক থানায় মামলা করে। উক্ত মামলায় পুলিশের একটি টীম সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের সামনে থেকে অভিযুক্ত আসামী কলেজ শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলামকে গ্রেফতার করে। কলেজ শিক্ষকের স্ত্রী নাজমা বেগম আমাদের সংবাদদাতাকে বলেন, আমার স্বামী সম্পূর্ণ নির্দোষ।শুধুমাত্র রাজনৈতিকভাবে হয়রানি করতে উনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলে কলেজ ছাত্র নেতানেতা। আর এতে আমার স্বামীকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করে পুলিশ। তিনি আরও বলেন আমার স্বামী শারীরিক ভাবে মারাত্মক অসুস্থ এবং গ্রেফতার করার ফলে উনার শারীরিক ও মানসিক অবস্তার আরও বেশি অবনতি হওয়ার আশংকা রয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ