মঙ্গলবার, নভেম্বর ১১, ২০ ২৫
বিশ্বনাথ প্রতিনিধি::
২২ ডিসেম্বর ২০ ২৩
৪:৫৩ অপরাহ্ণ

পূর্ব শত্রুতার জের ধরে বিশ্বনাথে বড় খুরমা বাড়িতে হামলা নিহত- ১

গতকাল বিশ্বনাথ উপজেলার পনাউল্লাহ বাজারের বড় খুরমা গ্রামে নানু মিয়ার বাড়িতে পূর্ব শত্রুতার জেরে হামলার ঘটনা ঘটেছে। এতে ঐ বাড়ির মালিক নানু মিয়া নামক একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

সূত্রে জানা যায়, মৃত নানু মিয়ার ছেলে রাসেল মিয়া গতকাল মোছা: ছায়মা খাতুন নামের এক কুমারীকে তার পরিবারের অমতে কাজী অফিসে বিয়ে করে নিজ ঘরে উঠেন। এতে ছায়মার পরিবার ফুসে উঠে। তারই জের ধরে গতকাল রাত ৯ ঘটিকার সময় ছায়মার ভাই রুবেল ও মামুন, ছায়মার খালাত ভাই রাজু সহ আরো কয়েকজন রাসেলের বাড়িতে অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া হামলা করে।

যার ফলে রাসেলের পিতা নানু মিয়া তাদেরকে বাধা দিলে তার উপর আক্রমণ চালালে তিনি মারাত্মক আহত হন। এতে রাসেল এর মা ও ভাই ও আহত হন। আশে পাশের মানুষজন আহতদের ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার নানু মিয়াকে মৃত ঘোষণা করেন।

মুঠোফোনে রাসেলের সাথে যোগাযোগ করিলে সে জানায় এই ঘটনায় সে মামলা করেছে। মামলা রেকর্ড হয়েছে ও তদন্ত চলতেছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ