৮:৪২ অপরাহ্ণ
গোবিন্দগঞ্জে ছাত্রদল সদস্য শাহী আলমের উপর হামলা
সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য শাহী আলমের উপর হামলার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের এনসিপি (জাতীয় নাগরিক পার্টি)-সমর্থিত ছাত্ররা একত্রিত হয়ে শাহী আলমের উপর পরিকল্পিতভাবে হামলা চালায়। হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শাহী আলম কলেজের সাবেক শিক্ষক এবং বিএনপি-ঘনিষ্ঠ প্রভাষক মোহাম্মদ নজরুল ইসলামের ভাতিজা বলে জানা গেছে। ৩১ মার্চ ২০২৫ তারিখে কলেজ চত্বরে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শাহী আলমকে একা পেয়ে কয়েকজন এনসিপি ছাত্র সদস্য হঠাৎ তার উপর চড়াও হয় এবং শারীরিকভাবে আঘাত করে। স্থানীয়রা আহত শাহী আলমকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
এ বিষয়ে কলেজ প্রশাসন কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে শিক্ষার্থীদের একাংশ জানিয়েছে, হামলার পেছনে রাজনৈতিক প্রতিহিংসা কাজ করেছে। প্রসঙ্গত, শাহী আলমের চাচা নজরুল ইসলাম পূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দর্শন নিয়ে একটি ম্যাগাজিন প্রকাশের কারণে কলেজে হামলার শিকার হয়েছিলেন। এরপর থেকে তার পরিবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আসছে। এলাকাবাসীর দাবি, শাহী আলমের উপর এই হামলা রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতার উপর আরেকটি নগ্ন আঘাত।