মঙ্গলবার, নভেম্বর ১১, ২০ ২৫
ডেস্ক রিপোর্ট::
১২ মে ২০ ২৫
৩:২৬ অপরাহ্ণ

সিলাম ঢালিপাড়ায় ছাত্রদল নেতার বাসায় হামলা, অভিযোগ সমন্বয়ক'র উপর

বৈষম্য বিরোধী আন্দোলনে এবং পরবর্তী বিভিন্ন সময়ে চাহিত চাঁদা না দেয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এর দক্ষিণ সুরমা উপজেলার নেতা ইসতিয়াক আহমদ এর বাসায় হামলা ও ভাংচুর এর ঘটনা ঘটেছে।

হামলায় শিকার বাসার বাসিন্দারা অভিযোগ করে বলেন যে, এই হামলার নেতৃত্বে ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব, নাহিদ আহমেদ, এবাদ, মুসা সহ তাদের ২০/২৫ জন সহযোগী। স্থানীয় সূত্রে জানা যায় যে, রবিবার, ১১ মে রাত ৯ টার দিকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব, নাহিদ আহমেদ, এবাদ, মুসা এর নেতৃত্বে ২০/২৫ জন ছাত্র-জনতা সিলাম ঢালিপাড়াস্থ ইসতিয়াক এর বাসায় হামলা ও ভাংচুর করতে থাকে।

এই সময় ছাত্র-জনতা ইসতিয়াক এর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং তার পিতা সেলিম আহমদ কে লাঞ্ছিত ও মারধর করে। বিশ্বস্থ সুত্রে জানা যায় যে, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব , ইসতিয়াক এর কাছে আন্দোলনের জন্য চাঁদা দাবী করেন, এবং ইসতিয়াক প্রথমে কিছু টাকা দিলেও পরবর্তীতে তিনি টাকা দিতে অস্বীকার করেন। যার ফলে এই হামলা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ