৪:৫২ অপরাহ্ণ
গুলি বর্ষণ মামলায় আসামী হলেন প্রকাশক হুসাইন আহমদ
গুলি বর্ষণ মামলায় আসামী হলেন সাপ্তাহিক কুশিয়ারার কূল পত্রিকার প্রকাশক হুসাইন আহমদ। গত ১৯ জুলাই দুপুরে সিলেটের বন্দরবাজার এলাকায় বৈষম্য বিরোধী ছাত্রদের শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলিবর্ষণের অভিযোগে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালত এবং দ্রুত বিচার আদালতে মামলাটি দায়ের করা হয়।
দক্ষিণ সুরমার মোগলা বাজারের মৃত নেছার আহমদের ছেলে এনামুল কবির বাদী হয়ে মামলাটি করেন, মামলা নং- ২৫/২০২৪। এ মামলায় রাজনৈতিক, সামাজিক ও সরকারী কর্মকর্তাসহ মোট ৮৮ জন আসামী রয়েছে। এই মামলায় বালাগঞ্জ উপজেলা সদরের বাসিন্দা সামাজিক ব্যক্তিত্ব ও গনমাধ্যম কর্মী হুসাইন আহমদকে ৭৭ নম্বর আসামী করা হয়েছে।
তিনি সাপ্তাহিক কুশিয়ারার কূল পত্রিকার প্রকাশক, বালাগঞ্জ দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক, উপজেলা ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক, মেসার্স তাহমিদ এন্টারপ্রাইজের প্রোপাইটর। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত।
তিনি পত্র-পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ, জাতি ও সমাজের অসংগতি নিয়ে লেখা-লেখি করে থাকেন।
হুসাইন আহমদ জানিয়েছেন, দেশের চলমান রাজনৈতিক সংকটে তিনি একজন ভুক্তভোগি। তিনি এ মামলায় বর্ণিত ঘটনার সাথে কোন ভাবেই সম্পৃক্ত ছিলেন না। এদিন তিনি বালাগঞ্জেই অবস্থান করছিলেন।