মঙ্গলবার, নভেম্বর ১১, ২০ ২৫
দক্ষিণ সুরমা প্রতিনিধি::
২২ এপ্রিল ২০ ২৫
৩:৫৮ অপরাহ্ণ

মোগলাবাজারে সাবেক ছাত্রদল নেতা কামরুল'র বাড়িতে হামলা ও ভাংচুর

সিলেট জেলার মোগলাবাজার এ সাবেক ছাত্রদল নেতার বাড়িতে মব সৃষ্টি করে হামলা ও ভাংচুর এর ঘটনা ঘটেছে। হামলার শিকার মোগলাবাজার থানাধীন ধরমপুর গ্রামের মনির উদ্দিন অভিযোগ করে বলেন যে, তার ছেলে বিএনপি রাজনীতির সাথে জড়িত এবং দীর্ঘদিন থেকে যুক্তরাজ্যে অবস্থানরত আছে।

তার ছেলের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁদা চেয়ে আসছিল স্থানীয় কিছু ছাত্র-জনতা। এতে তার ছেলে আপত্তি দেওয়ায় এই হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ২১ এপ্রিল কামরুল এর ধরমপুরস্থ বাড়িতে প্রায় ৫০/৬০ জন আকস্মিক এসে এই হামলা চালায়। এই সময় তারা কামরুলকে উদ্দেশ্য করে গালি গালাজ করতে থাকে।

ঘরে থাকা কামরুলের পিতা মনির উদ্দিন এই সময় বাধা দিলে, উশৃঙ্খল সন্ত্রাসীরা তাকে আক্রমণ করে, এতে তিনি মারাত্মক ভাবে আহত হন। উল্লেখ্য যে, কামরুলের বিরুদ্ধে ইতিমধ্যেই শাহপরান থানায় বৈষম্য বিরোধী আন্দোলনে হামলায় অংশগ্রহনের জন্য মামলা হয়েছে। এলাকায় এই নিয়ে ব্যাপক আলোচনার গুঞ্জন সৃষ্টি হয়েছে। স্থানীয় থানায় যোগাযোগ করিলেও কেউ কোনো কথা বলতে রাজি হন নি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ