১:০ ১ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে পাথর চু.রির বি.রু.দ্ধে পুলিশের অভি.যানে ট্রাক্টরসহ ৪জন গ্রে.প্তা.র
কোম্পানীগঞ্জ উপজেলায় পাথর চুরির বিরুদ্ধে পুলিশের অভিযানে ৩টি ট্রাক্টর সহ ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসম গাড়িতে থাকা ৬শ' ফুট পাথর জব্দ করা হয়। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কলাবাড়ী ও কালিবাড়ি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ভোলাগঞ্জ রোপওয়ে বাংকারের পাথর-বালু চুরির মামলায় ৪'জনকে গ্রেপ্তার করা হয়। এবং ১৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২০/২৫ জন আসামি করে একটি মামলা রেকর্ড করা হয়েছে। আটককৃতরা হলেন, মহরম আলী, জাকির হুসেন, আলা উদ্দিন ও আব্দুল বাসির সাবুল।
অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান, উপ-পরিদর্শক নিয়াজ শরিফ ও শরিফুল ইসলাম।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানা পুলিশ অবৈধভাবে উত্তোলিত বালু-পাথর লুটপাট বন্ধ করতে অভিযান ও অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়ের করে। তারই ধারাবাহিকতায় এ ৪জনকে আটক করা হয়েছে। বালু-পাথর লুটপাটকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না পর্যায়ক্রমে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।