৯:৫৩ অপরাহ্ণ

দক্ষিণ সুরমায় নীতিমালা বহির্ভূতভাবে স্থাপিত মাধ্যমিক বিদ্যালয় বন্ধ করার দাবীতে স্মারকলিপি
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে নীতিমালা বহির্ভূতভাবে স্থাপিত মাধ্যমিক বিদ্যালয় বন্ধ করতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান করেছেন মোহাম্মদ শামসুর রহমান নামক এক ব্যক্তি।
স্মারকলিপি সূত্রে জানা যায়, মোহাম্মদ শামসুর রহমান দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধিন ও মোগলাবাজার ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। মোগলাবাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ডে রেবতী রমন সরকারি উচ্চ বিদ্যালয়, রেবতী রমন সরকারি প্রাথমিক বিদ্যালয়, নৈমিয়া দাখিল মাদরাসা সহ আরও দুইটি মাদরাসা এবং অতি নিকটবর্তী ৫নং ওয়ার্ডে সৈয়দা হাসিনা খাতুন মাধ্যমিক বিদ্যালয় সহ ৫টি মাধ্যমিক বিদ্যালয় বিদ্যমান।
এরপর ব্যবসায়িক উদ্দেশ্যে ২০২১-২০২২ খ্রিঃ শিক্ষাবর্ষে নিয়ম-নীতিমালা বহির্ভূতভাবে ৪নং ওয়ার্ডে মোগলাবাজার প্রি-ক্যাডেট একাডেমী ও শাহজালাল আইডিয়াল একাডেমী হঠাৎ করে কার্যক্রম শুরু করেছে। উক্ত বিদ্যালয় দু’টির অবস্থান এক কিলোমিটার স্কয়ারের মধ্যে রেবতী রমন সরকারি উচ্চ বিদ্যালয়, একতা একাডেমী, রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়, সৈয়দা হাসিনা খাতুন উচ্চ বিদ্যালয়, রেঙ্গা হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়,নৈমিয়া দাখিল মাদরাসা, হরগৌরি মাদরাসা,আয়শা সিদ্দিকা হাফিজিয়া মহিলা টাইটেল মাদরাসা পরিচালনায় বিভিন্ন ধরনের প্রতিকুলতা ও প্রতিবন্ধকার সৃষ্টি হয়েছে।
তাই মোগলাবাজার প্রি-ক্যাডেট একাডেমী ও শাহজালাল আইডিয়াল একাডেমী বন্ধ করা খুবই জরুরী। শামসুর রহমান উপজেলা প্রশাসনের কাছে জনস্বার্থে বর্ণিত বিদ্যালয় দু’টি বন্ধ করার জোর দাবী জানিয়েছেন। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের (মাধ্যমিক শাখা) শিক্ষা সচিব, সিলেটের জেলা প্রশাসক ও সংবাদপত্রে স্মারকলিপির অনুলিপি প্রেরণ করেছেন শামসুর রহমান। দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত লায়লা নীরা জানান, আবেদন পেয়েছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।