৮:৩০ অপরাহ্ণ

ফাইল ছবি
সন্ত্রাসী হামলায় আহত অয়ন দাশ পুরকায়স্থ
সংবাদকর্মী অয়ন দাশ পুরকায়স্থ সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। তিনি দৈনিক উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার বিভাগের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা যায়- গত ১০ জুন শনিবার সকাল ১০টায় সিলেট শহরের চৌহাট্টা পয়েন্টে অয়ন দাশ পুরকায়স্থ’র ওপর এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
তিনি রিকশাযোগে সিলেট নগরের ধোপাদিঘীর পূর্বপাড়স্থ মাহমুদ কমপ্লেক্সে তার অফিসে যাওয়ার পথে একদল সন্ত্রাসী অয়ন দাশ পুরকায়স্থ’র রিকশা জোরপূর্বক থামিয়ে তাকে রিকশা থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে নৃশংসভাবে মারপিট করেন।
এসময় অয়ন দাশ পুরকায়স্থ’র আর্তচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারী সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় অয়ন দাশ পুরকায়স্থকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন সংবাদকর্মী অয়ন দাশ পুরকায়স্থ।