বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০ ২৪
শাল্লা(সুনামগঞ্জ) প্রতিনিধি::
১৬ আগস্ট ২০ ২২
৯:০ ৪ অপরাহ্ণ

চাঁদা না দেওয়ায় সার্ভেয়ারকে ফাঁসানোর চেষ্টা

চাহিদামত চাঁদা না দেওয়ায় শাল্লা উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবুল খয়েরের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পায়তারা করছে একটি সিন্ডিকেট চক্র। সার্ভেয়ার শাল্লায় থাকাকালীন অবস্থায় কারো কোনো অভিযোগ ছিল না।

সরকারি বিধি মোতাবেক বদলী হওয়ার পরই সার্ভেয়ারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে সাজানো নাটক তৈরি করেছে একটি চক্র। যা গত ১২ আগস্ট নাম সর্বস্বহীন কয়েকটি নিউজ পোর্টালে সার্ভেয়ারের বিরুদ্ধে খাস জমি বন্দোবস্ত ও নামখারিজের নামে লাখ লাখ আত্মসাতের শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। উক্ত সংবাদটি হাস্যকর ও ভিত্তিহীন বলে দাবী করেন আবুল খয়ের।

তিনি এ প্রতিবেদককে জানান, কয়েকজন সংবাদকর্মী আমার কাছে চাঁদা নিতে আসছিল। আমি চাঁদা দিতে রাজি হইনি বলে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। তাই তাদের বলয়ের কয়েকজন লোক তৈরি করে আমার নামে অপপ্রচার চালাচ্ছে। সাবরেজিস্ট্রার অফিসের দলিল লেখক দালাল আব্দুল গফ্ফার কয়েকটি নামজারি করার কথা বলে। তাকে বলেছি কাগজপত্র ঠিক থাকলে অনলাইনে আবেদন করেন। এজন্যই আব্দুল গফ্ফার আমার বিরুদ্ধে এসব মিথ্যা কথা বলেছে। তিনি আরো বলেন, খাস জমি বন্দোবস্ত দেওয়ার আমি কেউ না। এসব জেলা প্রশাসক স্যার নিয়ন্ত্রণ করেন। আর সংবাদে যেসব ভুক্তভোগীদের নাম উল্লেখ করা হয়েছে তাদেরকে কোনদিন দেখিও না। সাজানো নাটক তৈরি করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তবে অফিসের কারো ওদের সাথে যোগাযোগ রয়েছে বলে তিনি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় সুত্রে জানা যায়, ভূমি অফিসে কোনো নামজারি করা হয়নি। অনলাইনের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার ভূমি বরাবরে আবেদন করে নামজারি করতে হয়। কোনো দালালের মাধ্যমে কেউ প্রতারিত হলে এই দায়ভার প্রশাসন নিবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব বলেন, আমার কাছে কেউ লিখিত এবং মৌখিক অভিযোগ করেনি। নিউজে সাবরেজিস্ট্রার অফিসের এক দলিল লিখক যে বক্তব্য দিয়েছে এতেই বোঝা যাচ্ছে তিনি একজন দালাল। দালাল না হলে কি অন্যের নামজারি করতে কেউ কন্ট্রাক্ট নেয়। এখানে সার্ভেয়ারের বিরুদ্ধে খাসজমি বন্দোবস্ত দেওয়ার নামে যে সংবাদ প্রকাশ করেছে সব ভিত্তিহীন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ