৬:২৪ অপরাহ্ণ
নবীগঞ্জ-হবিগঞ্জ রোডে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত
নবীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় এক যুবক নিহত ও এক কিশোর গুরুতর আহত হয়েছে।
নিহত যুবক নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের সুজাপুর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে রাজন মিয়া (২০) ও আহত কিশোর একই গ্রামের সায়েব আলীর পুত্র আজিজুর রহমান (১৭)।
বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে নবীগঞ্জ-হবিগঞ্জ রোডের আক্রমপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, উল্লিখিত সময়ে মোটরসাইকেলযোগে নবীগঞ্জ শহর থেকে নিজ বাড়িতে যাচ্ছিলো তারা।
শহরতলীর আক্রমপুর নামক স্থানে পৌছামাত্র দ্রুতগতির মোটরসাইকলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুজনেই গুরুতর আহত হয়।
তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়া হলে রাত সাড়ে ৩টার দিকে রাজন মিয়া (২০) কে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আজিজুর রহমান (১৭) সিলেটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। রাজনের আকশ্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার এসআই পীযূস দেবনাথ বলেন, রাজন মিয়া (২০) সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন অপর কিশোর আজিজুর রহমান (১৭) সিলেটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।