৭:২৯ অপরাহ্ণ
নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটে'র মতবিনিময় সভা
নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট এর সাধারণ সম্পাদক, সিলেট ট্যাকসেস বারের সাবেক সভাপতি এডভোকেট আবুল ফজল সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারী কোঁসুলী মনোনিত হওয়ায় তাঁর সম্মানে এক মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেল এর কনফারেন্স হলে নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির সভাপতি আলহাজ্ব মনসুর আলী খান এর সভাপতিত্বে এবং আমিনুজ্জামান জোয়াহির এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন এডভোকেট আবুল ফজল। সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি বলেন আইন পেশা একটি মহৎ কাজ। কারণ মানবিকতায় হলো আসল পরিচয়। মানুষের কল্যাণে কাজ করার মধ্যে পাওয়া যায় অফূরান্ত ভালোবাসা আর দোয়া। এ কৃতিত্ব আমার নয় এটা পুরো নবীগঞ্জবাসীর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মদন মোহন কলেজের সাবেক প্রিন্সিপাল ড. আবুল ফতেহ ফাত্তাহ, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ হাবিবউল্লাহ সেলিম, নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি মইনুল আমিন বুলবুল, সুপ্রীম কোর্ট আপিল বিভাগের আইনজীবী ব্যারিস্ট্রার মোঃ মোজাক্কির হোসাইন, চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাঃ সৈয়দ জাফরুল হোসেন, ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল নুরুল আমিন, আবু বকর সিতু, সমিতির সহসভাপতি ছালেহ আহমদ চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুফতি এডভোকেট আব্দুর রহমান চৌধুরী, এডভোকেট জোসনা ইসলাম, আব্দুল করিম দলা মিয়া, ব্যাংকার অলিউর রহমান নাহিদ, সাহেদা আক্তার, মাহমুদ হাসান, জাকারিয়া প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ শফিউল ইসলাম চৌধুর এবং অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে এডভোকেট আবুল ফজলকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন সমিতির নেতৃবৃন্দ।