শুক্রবার, মার্চ ২৯, ২০ ২৪
বিজ্ঞপ্তি
১৫ জানুয়ারী ২০ ২৩
১১:০ ৭ অপরাহ্ণ

'লুয়েট গৃহ নির্মাণ প্রকল্পের' ৯ম ঘরের চাবি হস্থান্তর

লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট, ইউ কে -র উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন দুঃস্থ পরিবারসমূহের জন্য ‘লুয়েট গৃহ নির্মাণ প্রকল্প’ ইতিমধ্যে অত্র এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে।

যুক্তরাজ্য প্রবাসীদের আর্থিক অনুদানে বিগত কয়েক বৎসর যাবত ভিন্ন ভিন্ন ধাপে লুয়েটের জনপ্রিয় এ প্রকল্পের কার্যক্রম অত্যন্ত সফলতার সাথে পরিচালিত হয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় উক্ত প্রকল্পের অধীনে ৯মতম ঘরের নির্মাণ কাজ ইতিমধ্যে সুসম্পন্ন হয়েছে।

এ উপলক্ষ্যে গত ১৩ জানুয়ারী শুক্রবার লালাবাজার ইউনিয়নের ফুলদি গ্রামের সুমন মিয়ার বাড়ীতে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশিস্ট সমাজসেবী আব্দুল হক জগলুর পরিচালনায় অনুস্টানে সভাপতিত্ব করেন এডুকেশন ট্রাস্টের সহ-সভাপতি  মাওলানা সৈয়দ জাকির আহমদ।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিলাতের বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব, ট্রাস্টের উপদেষ্টা ও নির্বাচন কমিশনার আব্দুল বারী, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব খায়রুল আফিয়ান চৌধুরী, বিশিস্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী জনাব ফালাকুজ্জামান চৌধুরী জগলু, ট্রাস্টের সহ-সাংগঠনিক সম্পাদক জনাব মুহিবুর রহমান মুর্শেদ, ট্রাস্টের কার্যকারি কমিটির সদস্য আকমল হুসেন খান, শিক্ষানুরাগী ও সমাজসেবী কামরুজ্জামান খান ফয়ছল, সাবেক ছাত্রনেতা লোকমান আহমদ, তরুন সমাজসেবী ফাহিম মাহমুদ ফুরুক, ইঞ্জিনিয়ার সুরমান মিয়া সহ বিপুল সংখ্যক স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দ সবাইকে সাথে নিয়ে ঘরের মালিক সুমন মিয়ার হাতে ঘরের চাবি তুলে দেন। পরে মোনাজাত ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। মোনাজাত পরিচালনা করেন ফুলদি জামে’ মসজিদের সম্মানীত ইমাম।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ