২:০ ৭ অপরাহ্ণ
ইসলামের ক্রান্তিলগ্নে দ্বীনি ফিকির বাস্তবায়নে কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – ভিডিও বার্তায় আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্ঠিত
আনজুমানে আল ইসলাহর মুহাতারাম সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, “সহীহ আকিদা, নেক আমল, চারিত্রিক বৈশিষ্ট্য এবং খেদমতে খালক—এই মূল কর্মসূচিগুলোকে কেন্দ্র করে আমাদের পীর ও মুরশিদ আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী রহ. ১৯৭৯ সালে আনজুমানে আল ইসলাহ প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনের কর্মীরা বহুমুখী খেদমত ও দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এবং দুর্যোগপূর্ণ সময়ে সত্য-মিথ্যার পার্থক্য অনুধাবনে সক্ষম হয়েছে।” তিনি বলেন, “বর্তমান ফিতনা-ফ্যাসাদের সময়ে আল ইসলাহর কর্মীরা ইসলামের সঠিক আকিদা প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ফ্রান্সের মতো দেশে দ্বীন প্রচারে তাদের সাহসী অবস্থান সত্যিই প্রশংসনীয়। ইখলাস, ভ্রাতৃত্ব ও পারস্পরিক মহব্বতের মাধ্যমে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় সবাইকে আরও বেশি এগিয়ে আসতে হবে।” গত ৮ ডিসেম্বর প্যারিসের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের সাধারণ সভা ও কাউন্সিলে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকের সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি ছিলেন ইউকের জয়েন্ট সেক্রেটারি মাওলানা এম এ কাদির আল হাসান। সভায় সভাপতিত্ব করেন আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের সভাপতি মাওলানা মাসুক আহমদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা কাজী আব্দুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মির্জা কারী শফিকুল ইসলাম, হাফিজ এখলাসুর রহমান রাজু এবং ওভারভিলা বাংলাদেশি কমিউনিটি জামে মসজিদের সহ-সভাপতি সালেহ আহমদ চৌধুরী।
ফ্রান্সের বিভিন্ন শহর থেকে আগত সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত কাউন্সিলে সর্বসম্মত মতামতের ভিত্তিতে ২০২৬–২০২৮ সেশনের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে পুনরায় সভাপতি হয়েছেন মাওলানা মাসুক আহমদ এবং পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা কাজী আব্দুল মুহিত। নতুন কমিটিতে আরো স্থান পেয়েছেন-সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, রয়েল আহমদ, কারী আবু সিদ্দিক আনসারী, আমিনুল হক, কারী মুনাজ্জিল আলী। জয়েন্ট সেক্রেটারি: শাহ আব্দুল আজিজ জায়েদ, কারী রুবেল আহমদ, হাফিজ আবু জাফর রিপন।
ট্রেজারার: আহসান হাবিব শাহ। অর্গানাইজিং সেক্রেটারি: মো. জিল্লুর রহমান। এডুকেশন অ্যান্ড ট্রেইনিং সেক্রেটারি: সাইফুর রহমান। প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি: আব্দুর রশিদ চৌধুরী। ওয়েলফেয়ার সেক্রেটারি: কামাল আহমদ। মেম্বারশিপ সেক্রেটারি: হাফিজ জামাল আহমদ কমিটি সদস্য: শামিম আহমদ, শাহিন আহমদ, খন্দকার ইমামুল হাসান, শিপন মিয়া খান, সুহেল আহমদ, জুনেদ আহমদ, আবু সাইদ সায়েম, হাফিজ দুলায়েত আহমদ, হোসাইন খান, মুজিবুর রহমান আজহার, শাহ আব্দুস সামাদ, আহমদ সুহেল, রুমেন আহমদ, কামরান হোসাইম, জাহেদ আহমদ, মুহিবুর রহমান খালেদ, মাহিদ আহমেদ, আমজাদ হোসেন সুইট, আবুল হাসান সিদ্দিকী। অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী। পরে দোয়া-মোনাজাতের মাধ্যমে সভার কার্যক্রম সম্পন্ন হয়।