২:২২ অপরাহ্ণ

ফাইল ছবি
কোম্পানীগঞ্জে সাবেক প্রধান শিক্ষক লুৎফর রহমান আর নে'ই
কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান (৮২) ইন্তে'কাল করেছেন, (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল রোববার (১৮মে) সকাল ১০টা ৫০মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। দীর্ঘদিন থেকে তিনি বার্ধক্যজনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল রোববার বাদ আছর পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাযে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। পরে এলাকার কবরস্থানে তাকে দাফন করা হয়।
ষাট এর দশকে নিয়োগপ্রাপ্ত তৎকালীন ছাতক উপজেলার পরবর্তীতে কোম্পানীগঞ্জ উপজেলার অধীনে তিনি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছিলেন। অবসর জীবনের শেষ সময়টুকু পাড়ুয়া এলাকায় কাটিয়েছেন। তাঁর পৈতৃক নিবাস চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায়।
একজন আদর্শ শিক্ষক ও বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার্থীদের চরিত্র গঠন এবং বৃহত্তর পাড়ুয়াসহ আশপাশ এলাকায় শিক্ষার আলো ছড়াতে রেখেছেন অসামান্য অবদান। তাঁর মৃত্যুতে কোম্পানীগঞ্জ উপজেলার শিক্ষা অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বিভিন্ন সংগঠনের পৃথক শোক বার্তায় মরহুমের কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মহান আল্লাহর কাছে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানান।