১২:১২ পূর্বাহ্ণ
সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ) আসনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি মনোনীত ইসলামী ও সমমনা ৮ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব, সিলেট মহানগর শাখার সভাপতি ও সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জনি রায়ের কাছ থেকে মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদারের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা নেজামে ইসলাম পার্টির সেক্রেটারি মাওলানা আল-হুসাইন খান রাগবী। এসময় উপস্থিত ছিলেন মাওলানা রিয়াজুদ্দিন নূরী, মাওলানা আশরাফ আলী, মাষ্টার আব্দুর রহমান, সিদ্দিকুর রহমান, মো, আতিক ইকবাল টিটু প্রমুখ। বিজ্ঞপ্তি