বুধবার, ডিসেম্বর ৩১, ২০ ২৫
জগন্নাথপুর প্রতিনিধি::
২৭ ডিসেম্বর ২০ ২৫
৬:৫৯ অপরাহ্ণ

জগন্নাথপুরে স্বপ্নজয়ী স্কুলের পথ'শি'শু শিক্ষার্থীদের মাঝে কম্বল, শুকনো খাবার ও স্কুল ব্র্যাঞ্চ বিতরণ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বপ্নজয়ী স্কুলের পথশিশু শিক্ষাথর্ীদের মাঝে শীতবস্ত্র কম্বল, শুকনো খাবার ও স্কুল ব্র্যাঞ্চ বিতরণ করা হয়েছে।

২৭ ডিসেম্বর শনিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে কম্বল, শুকনো খাবার ও স্কুল ব্র্যাঞ্চ বিতরণ উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মহসীন উদ্দিন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, সিনিয়র সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাংবাদিক হুমায়ূন কবির, শাহ ফুজায়েল আহমদ, স্বপ্নজয়ী স্কুলের শিক্ষক সোনিয়া বেগম প্রমূখ।

এ সময় সাংবাদিক রিয়াজ রহমান, এলজিইডি অফিসের ধীরেন্দ্র সূত্রধর, ব্যবসায়ী ওয়াহিদ খান ও পথশিশুদের নিয়ে গঠিত স্বপ্নজয়ী স্কুলের শিক্ষক-শিক্ষাথর্ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে বাংলা ও ইংরেজিতে কবিতা আবৃত্তি করে ক্ষুদে শিক্ষাথর্ী জুমা ও কিরণ ইসলাম। সভায় স্বপ্নজয়ী স্কুলের ৫০ জন শিক্ষাথর্ীদের মাঝে শীতবস্ত্র কম্বল ও শুকনো খাবার বিতরণ করা হয়। এছাড়া স্বপ্নজয়ী স্কুলকে ১০টি বসার ব্র্যাঞ্চ বিতরণ করা হয়েছে। একই সাথে রসুলপুর মাদ্রাসাকে আরো ১৫টি বসার ব্র্যাঞ্চ বিতরণ করা হয়। সভায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ বলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে স্বপ্নজয়ী স্কুল ও শিক্ষাথর্ীদের মাঝে সামান্য উপহার বিতরণ করা হয়েছে। পরবতর্ীতে সরকারী জায়গায় যেন স্বপ্নজয়ী স্কুল গড়ে উঠতে পারে, সেই ব্যবস্থা করা হবে। জানাগেছে, জগন্নাথপুর পৌর শহরের আবদুল খালিক মার্কেটে ভাড়াটে ভবনে স্বপ্নজয়ী স্কুলের কার্যক্রম চলছে। এতে ৫০ জন পথশিশুদের নিয়ে গড়ে উঠেছে এ স্কুলটি। স্কুলের সকল ব্যয় বহন করছে স্বপ্নজয় বাংলাদেশ ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান। এতে সোনিয়া বেগম, তমা রাণী দাস, নীলিমা বেগম, ফাতেমা আক্তার ও আনোয়ার হোসেনসহ ৫ জন শিক্ষক বিনা বেতনে স্বেচ্ছাশ্রমে পাঠদান দিচ্ছেন। যা সত্যিই প্রশংসার দাবিদার। 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ