৯:৩৩ অপরাহ্ণ
সাংবাদিক শফি'র পিতার ইন্তে'কাল : দাফ'ন সম্পন্ন
দি নিউ নেশন ও দৈনিক জনকণ্ঠের সিলেট ব্যুরো প্রধান,সিলেট প্রেসক্লাবের সদস্য শফিক আহমদ শফি'র পিতা মোঃ আব্দুল মজিদ আর নেই। তিনি সোমবার ভোর রাতে দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের পশ্চিম ভাগ গ্রামের নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। ইন্না- রাজিউন।
মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ১১৫ বছর। মরহুমের জানাযার নামাজ সোমবার বেলা ২ টায় পশ্চিম ভাগ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
জানাযার নামাজে সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি,দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নুর, এনসিপির কেন্দ্রীয় সদস ও সিলেট ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ,সিলেট প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাবেক সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন, সাবেক সহ সভাপতি আবদুল কাদের তাপাদার, হুমায়ুন রশীদ চৌধুরী,দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল,দৈনিক শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ফয়ছল আলম, দৈনিক ইনকিলাব এর বিশেষ প্রতিনিধি ফয়সাল আমীন,দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমদ,সিনিয়র সাংবাদিক কামাল উদ্দিন, আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া,প্রবাসী সাংবাদিক শাহ সুহেল আহমদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক,সাধারণ সম্পাদক শরীফ আহমদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করেন। জানাযা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নুর বলেন, পরকালীন মুক্তির পথ প্রশস্ত করতে নিজেকে পূর্ন ইমানদার হিসেবে গড়ে তুলতে হবে। তিনি মৃত্যুর পূর্বে ভালো আমলের অনুশীলনের জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান। এসময় পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মরহুমের ভাতিজা হাজী আলতাবুর রহমান পংকি,মরহুমের পুত্র শফিক আহমদ শফি। জানাযার নামাজ শেষে দোয়া পরিচালনা করেন পশ্চিম ভাগ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা শরীফ আহমদ মাহমুদী। উল্লেখ,লালাবাজার ইউনিয়নের ২ নং (৪,৫,৬)ওয়ার্ডের সাবেক সদস্য প্রবীন সালিসি ব্যক্তিত্ব আব্দুল মজিদ লালাবাজার এলাকার সর্বস্তরের মানুষের প্রিয়ভাজন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। সর্বজনপ্রিয় এ ব্যক্তিকে শেষ বারের মতো স্হানীয় লোকজন তার বাড়ীতে ভিড় জমান। এদিকে সিলেট প্রেসক্লাবের সদস্য ও দক্ষিণ প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিক আহমদ শফির পিতা, প্রবীণ সালিশ ব্যক্তিত্ব মো: আব্দুল মজিদ মৃত্যুতে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের শোক ঃ দক্ষিণ প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিক আহমদ শফির পিতা, প্রবীণ সালিশ ব্যক্তিত্ব মো: আব্দুল মজিদের ইন্তেকালে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এক শোক বার্তায় ক্লাব সভাপতি জাহাঙীর আলম মুসিক ও সাধারণ সম্পাদক শরীফ আহমদ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।