৩:২৯ অপরাহ্ণ
জকিগঞ্জে মুসলিম চ্যারিটি ইউকের অর্থায়নে এসডিএসের সেলাই মেশিন বিতরণ
দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের নারীদের স্বাবলম্বী করে তুলতে জকিগঞ্জে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মুসলিম চ্যারিটি ইউকে’র অর্থায়নে পার্টনার্স ফর প্রসপারিটি প্রকল্পের আওতায় পারিবারিক আয় বৃদ্ধির লক্ষ্যে সিলেট ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) কর্তৃক এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জকিগঞ্জে এসডিএস কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগী নারীদের মাঝে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। এসডিএসের চেয়ারপার্সন অপূর্ব পালের সভাপতিত্বে এবং খলাছড়া জনকল্যাণ সংস্থার সদস্য সচিব ময়নুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এসডিএসের নির্বাহী পরিচালক আব্দুল হামিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, উপজেলা মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক দেলোয়ার হোসেন। বক্তারা বলেন, দারিদ্র্য বিমোচন ও টেকসই জীবিকায়ন নিশ্চিত করতে কারিগরি উপকরণ বিতরণ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে।
সেলাই মেশিনের মাধ্যমে নারীরা ঘরে বসেই আয়মুখী কর্মকাণ্ডে যুক্ত হতে পারবেন, যা তাদের পরিবার ও সমাজে অর্থনৈতিক নিরাপত্তা ও আত্মমর্যাদা বৃদ্ধিতে সহায়ক হবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। শেষে উপকারভোগীরা এ ধরনের মানবিক উদ্যোগের জন্য মুসলিম চ্যারিটি ইউকে, এসডিএস ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।