বুধবার, ডিসেম্বর ৩১, ২০ ২৫
জগন্নাথপুর প্রতিনিধি::
২৬ ডিসেম্বর ২০ ২৫
৮:২২ অপরাহ্ণ

জগন্নাথপুরে জগদীশপুর মাদ্রাসার নতুন একাডেমিক ভবন উদ্বোধন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার নতুন একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে মাদ্রাসা বোর্ড কর্তৃক স্থাপন অনুমতি পাওয়ায় এবং প্রতিষ্ঠাকালীন মাদ্রাসার মরহুম দাতা, প্রতিষ্টাতা, উদ্যোক্তা সদস্যদের রুহের মাগফেরাত কামনায় খতমে কোরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৬ ডিসেম্বর শুক্রবার বিকেলে মাদ্রাসার হলরুমে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ খছরু মিয়ার সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার সুপার মাওলানা তোফায়েল আহমেদ মিনার এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আল্লামা নজমুদ্দীন চৌধুরী ছাহেব জাদায়ে ফুলতলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইকড়ছই আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা ছমির উদ্দিন ও কলকলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া।

এতে স্বাগত বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান তালুকদার।

বক্তব্য রাখেন, হাজী ছালামত স্মৃতি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবীর, সফাৎ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাব্বির আহমেদ ও হাতিয়া, নাচনী ও কাতিয়া আলিম মাদ্রাসার সুপার মুফতী মাওলানা আবু সাঈদ সৈয়দ এবং জগদীশপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কোষাধ্যক্ষ মোঃ সুহেল আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, লতিফিয়া ক্বারী সোসাইটি জগন্নাথপুর উপজেলা কমিটির সাধারন সম্পাদক মাওলানা নূর আহমদ, জগদীশপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি দিলোয়ার হোসেন দুলা, সদস্য, মোঃ আব্দুল গফফার প্রমূখ।

এ সময় মাদ্রাসা পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ মোঃ সোহেল মিয়া তালুকদার, সদস্য আজাদ মিয় তালুকদার, মোঃ আলী হোসেন, এমদাদুল হক রাইছ মিয়া, মোঃ আব্দুল মালেক, মোঃ খোকন মিয়া, মোঃ আঞ্জুর আলী, আব্দুল মছব্বির লেবু, মোঃ রমজান মিয়া, উপদেষ্টা সদস্য মোঃ আনছার আলী আনাছ, বিএনপি নেতা মোঃ জিলজার চৌধুরী জিলু, মোঃ জানি আলম, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মাছুম আহমদ, মাদ্রাসার শিক্ষক কারী ইজাজুল ইসলাম, আবদুল কাদির, রেজাউল ইসলাম, হাবিবুর রহমান, ইমরান আহমদ, ইসলাম উদ্দিন, আশরাফ আলী ও শিক্ষক-শিক্ষাথর্ী বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয় এবং মিলাদ ও দোয়া পরিচালনা করেন প্রবীণ আলেমেদ্বীন হযরত মাওলানা ছমির উদ্দিন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ