৩:২৭ অপরাহ্ণ
জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশে ৪ এমপি প্রার্থীর মনোনয়ন দাখিল
সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনী উৎসবমুখর পরিবেশে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ৪ দলের ৪ এমপি প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৪ এমপি প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র গ্রহণ করেন সহকারী রিটার্নিং অফিসার ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মো.বরকত উল্লাহ। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মহসীন উদ্দিন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা উপস্থিত ছিলেন। দিনব্যাপী নিরাপত্তা নিশ্চিতে জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশদল উপজেলা পরিষদ চত্ত্বরে মোতায়েন ছিল।
২৯ ডিসেম্বর সোমবার বেলা প্রায় ২ টার দিকে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন আমার বাংলাদেশ (এবি পার্টি) মনোনীত এমপি প্রার্থী সৈয়দ তালহা আলম। এ সময় জগন্নাথপুর উপজেলা এবি পার্টির আহবায়ক আলী আছগর ইমনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মনোনয়নপত্র দাখিল করেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। এ সময় সৈয়দ জয়নুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরপর মনোনয়নপত্র দাখিল করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন খান। এ সময় জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সব শেষে বিকেল প্রায় ৫ টার দিকে মনোনয়নপত্র দাখিল করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর এম আহমদ। এ সময় উপজেলা বিএনপির আহবায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।