৮:৩১ অপরাহ্ণ
সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করেছেন সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ) আসনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি মনোনীত ইসলামী ও সমমনা ৮ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব, সিলেট মহানগর শাখার সভাপতি ও সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জনি রায়ের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা হেফাজতে ইসলাম এর সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুস সালাম, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সুনামগঞ্জ জেলার সেক্রেটারি মাওলানা আলী-হুসাইন খান রাগবী, ধর্মপাশা উপজেলার সভাপতি মাওলানা রিয়াজুদ্দিন নূরী, মাও আমিরুল ইসলাম, মাও মাহবুবুর রহমান, হাঃ মাও মাছরুর রহমান, হাঃ আব্দুল্লাহ, আলাল মিয়া, আতিক ইকবাল, মো. তফাজ্জল হোসেন, সিদ্দিকুর, রাজু আহমদ, মাও আশরাফ আলী প্রমুখ। বিজ্ঞপ্তি