বুধবার, ডিসেম্বর ৩১, ২০ ২৫
স্টাফ রিপোর্ট::
৩০ ডিসেম্বর ২০ ২৫
৩:১৩ অপরাহ্ণ

তিনি ছিলেন-তিনি থাকবেন-এদেশের মাটি ও মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে..."
"গণতন্ত্র ও ঐক্যের প্রতীক, মহাকালের এক উজ্জ্বল নক্ষত্রের চিরবিদায়: আরিফুল হক চৌধুরী

গণতন্ত্র ও ঐক্যের প্রতীক, মহাকালের এক উজ্জ্বল নক্ষত্র, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক, সমবেদনা প্রকাশ করেছেন, বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী। তিনি এক শোক বার্তায় বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন স্বাধীন-সার্বভৌম, জাতীয় ঐক্যের প্রতীক। রাজনীতি, দল-মত, মতাদর্শ সবকিছুর ঊর্ধ্বে উঠে, তিনি ছিলেন সম্মানিত রাজনৈতিক অভিভাবক।

বাংলাদেশের রাজনৈতিক সংকট থেকে উত্তরণে তিনি ছিলেন কঠিন ইস্পাতের ন্যায় মহানেত্রী । দেশের নানা সংকটে তিনি জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। তিনি ছিলেন সারাদেশের মানুষের মাথার মুকুট। দেশ- মানুষের জন্য তিনি ছিলেন আদর্শবান রাজনৈতিক নেত্রী। তিনি দল-দেশ ও মাটি মানুষের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি নিজের জীবনের চেয়ে, এদেশের মাটি-মানুষকে আকড়ে ধরে ভালোবেসে গেছেন।

তিনি বলেছিলেন দেশের বাইরে আমার কোন ঠিকানা নেই, এই দেশ মাটি ও মানুষ আমার সবকিছু। আমি দেশের বাইরে যাবো না, এই দেশই আমার ঠিকানা। তিনি তাঁর কথা রেখেছেন। জীবনের শেষ নিঃশ্বাস তিনি দেশেই ত্যাগ করেছেন। তাঁর নিঃস্বার্থ আত্মত্যাগ জাতি সারাজীবন স্মরণ রাখবে। তিনি বেঁচে থাকবেন এদেশের মাটি, সবুজ পথে প্রান্তরে, ধানের শীষে, তিনি বেঁচে থাকবেন বাংলার হৃদয়ে, বাংলাদেশ যতদিন থাকবে, তিনি ছিলেন-তিনি থাকবেন-এদেশের মাটি ও মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে। আল্লাহ পাক আমার দেশমাতাকে জান্নানের উচ্চুমাকামে আসীন করুন।

দেশ নায়ক তারেক রহমান ও পরিবারকে এই শোক সইবার, ধৈর্যধারণের তৌফিত দান করুন। দলের সকল নেতাকর্মীরা ও তাকে হারিয়ে আজ মর্মাহত, শোকাহত, পুরো দেশের মানুষ আজ শোকে কাতর। মহান আল্লাহপাক সেই শোক সইবার তৌফিক দান করুণ। আমিন। এদিকে, ফজরের নামাজের পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের খবর শুনে আরিফুল হক চৌধুরীর কুমারপাড়াস্থ বাসায় তাৎক্ষণিকভাবেই দোয়ার আয়োজন করা হয়। দোয়া করেন দরগাহে হযরত শাহজালাল (র)'র মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজদ আহমদ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ