শুক্রবার, এপ্রিল ২৬, ২০ ২৪
ড্রীম সিলেট ডেস্ক
২ ডিসেম্বর ২০ ২০
৭:৪৫ অপরাহ্ণ

স্মৃতির ক্যানভাস অনলাইন ম্যাগাজিনের জন্য লেখার আহবান

দশ গাঁও নওয়া গাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ, গোয়াইনঘাট, সিলেট এর প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে প্রকাশিতব্য অনলাইন ম্যাগাজিনের জন্য লেখা আহবান করা হচ্ছে।

আগ্রহীদের আগামী ২৫ ডিসেম্বর এর মধ্যে নিম্নোক্ত মাধ্যমে হোয়াটসঅ্যাপ, ইমেইল, সরাসরি অথবা ডাকযোগে  পাঠাতে পারেন।

যেসব থাকছে-
কলাম, প্রবন্ধ, কবিতা, ছড়া,গল্প, কৌতুক, ধর্মের কথা, পাঁচমেশালি, স্কুল ও কলেজ জীবনের স্মৃতিচারণ, আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি,   বিজয় দিবসের তাৎপর্য ও কথা, সহ অনেক।

প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী ও সম্মানিত শিক্ষক গণের লেখা লেখি ছাড়াও কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষাবিদ, শিক্ষানুরাগী, সুশীল সমাজের লেখাও আহ্বান করা যাচ্ছে।

লেখক কে অবশ্যই নাম, ঠিকানা ও মোবাইল নম্বর দিতে হবে।

প্রাক্তন শিক্ষার্থীদের ব্যাচ উল্লেখ সহ নাম, ঠিকানা ও মোবাইল নম্বর এবং বর্তমান শিক্ষার্থীদের নাম, কোন শ্রেণীর ছাত্র উল্লেখ করতে হবে।
ছফট কপি ও হার্ড কপি উভয়ই গ্রহণ যোগ্য।

মানসম্মত লেখা প্রকাশিত হবে এবং অপ্রকাশিত লেখা ফেরত দেয়া হবে না।

হোয়াটসঅ্যাপ নাম্বার সমূহ:
তারেক আহমদ, নির্বাহী সম্পাদক, হোয়াটসঅ্যাপ +880 1723-500844; বদরুল ইসলাম, সহকারী সম্পাদক, হোয়াটসঅ্যাপ:+880 1749-986241
মোন্তাসির মোস্তাকিন, সহকারী সম্পাদক, হোয়াটসঅ্যাপ:+880 1752-677121

ইমেইল: smritircanvasonline@gmail.com

সরাসরি অথবা ডাকযোগে পাঠানোর ঠিকানা:
ডাঃ মোঃ এনামুল হক
এনাম হোমিও কেয়ার,সালুটিকর বাজার
পোস্ট অফিস:সালুটিকর বাজার
 গোয়াইনঘাট,সিলেট।
ম্যাগাজিন বিষয়ে বিস্তারিত জানতে "স্মৃতির ক্যানভাস অনলাইন ম্যাগাজিন" ফেইসবুক অফিসিয়াল পেইজ ভিজিট করতে পারেন অথবা +880 1723-500844 এই নাম্বারে সার্বক্ষণিক যোগাযোগ করতে পারেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ