৭:৫১ অপরাহ্ণ
দক্ষিণ সুরমায় 13 রিভারস ট্রাস্ট'র উদ্যোগে শীত বস্ত্র ও হুইল চেয়ার বিতরণ
13 Rivers Trust-এর উদ্যোগে সিলেট এইডের সার্বিক সহযোগিতায় Sylhet Winter Aid 2025 এর কার্যক্রমের অংশ হিসাবে দক্ষিণ সুরমার বলদি এলাকায় অসহায় দরিদ্র মানুষের মধ্যে শীত বস্ত্র,সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার প্রদান করা হয়।
এ উপলক্ষ্য ২৭ ডিসেম্বর শনিবার দুপুরে দক্ষিণ সুরমার উপজেলার তেতলী ইউনিয়নের বলদিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোগলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার নুর মিয়া’র সভাপত্বিতে ও সংগঠক সোয়েব নেওয়াজ এর পরিচালনায়।
বক্তব্য রাখেন মুরব্বী ওবায়দুর রহমান,সমাজ সেবী ও শিক্ষানুরাগী রুবেল আহমদ। এসময় উপস্তিত ছিলেন ব্যবসায়ী পংকি মিয়া,শিপলু আহমদ,জামাল আহমদ,কামাল আহমদ, মাহমুদ আহমদ,নিজাম উদ্দিন সোহান, রাহিম আহমদ, মুর্শেদ আহমদ সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্টানে এই মানবিক কার্যক্রমে অসহায় মানুষের মাঝে ১০০টি কম্বল বিতরণ করা হয়। এছাড়াও বিশেষভাবে ২ জন প্রতিবন্ধী—যাদের মধ্যে ১ জন মহিলা ও ১ জন বৃদ্ধা—এর মাঝে ২টি হুইলচেয়ার প্রদান ও এতিম মাদ্রাসার ছাত্রীর ১টি সেলাই মেশিন প্রদান করা হয়। এই সম্পূর্ণ মানবিক কার্যক্রমটি বাস্তবায়ন করেন যুক্তরাজ্য প্রবাসী,13 রিভারস ট্রাস্টের সদস্য মকসুদ মুহিবুর রহমানের সার্বিক সহযোগিতার মাধ্যমে।যিনি দূর প্রবাসে অবস্থান করেও মানবতার টানে এই কার্যক্রমের আয়োজন ও তত্ত্বাবধান করেছেন। উল্লেখ্য, Sylhet Winter Aid 2025 কার্যক্রমটি শুধু বলদি এলাকায় সীমাবদ্ধ নয়।সারা সিলেট বিভাগজুড়ে ৪০টি পয়েন্টে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।এছাড়াও হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জসহ আরও বিভিন্ন এলাকায় এই উদ্যোগে বাস্তবায়ন করা হচ্ছে। মানবতার কোনো সীমানা নেই—এই বিশ্বাস থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে হিন্দু পরিবারসহ সিলেটের বাহিরে অসহায় মানুষদের মাঝেও কম্বল বিতরণ করা হয়েছে। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ রুহুল আমিন শিপন এবং শেষে দোয়া পরিচালনা করেন সরিষপুর জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম নোমানী।