১২:৩৬ পূর্বাহ্ণ
কাজী কল্যাণ সমিতি সিলেট জেলার সাধারণ সভা অনুষ্ঠিত
সিলেট জেলা কাজী কল্যাণ সমিতির সাধারণ সভা ২০২৫ শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১২টায় নগরীর সোবানীঘাট একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
কাজী কল্যাণ সমিতির সভাপতি কাজী মাওলানা জয়নুল ইসলাম মুনিম এর সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক কাজী মাওলানা মো. আব্দুল জলিল খান এর সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অর্থ সমাদক কাজী মাওলানা ক্বারী জয়নাল আবেদীন।
বার্ষিক প্রতিবেদন উপস্থাপনা করেন সমিতির সাধারণ সম্পাদক কাজী মো. আব্দুল জলিল খান। আর্থিক প্রতিবেদক পাঠ করেন সমিতির অর্থ সম্পাদক কাজী মাওলানা ক্বারী জয়নাল আবেদীন। বার্ষিক প্রতিবেদন উপর বক্তব্য রাখেন কাজী মাওলানা ইমরান আহমদ, কাজী মাওলানা আবুল কামাল আজাদ, কাজী মাওলানা আব্দুল সালাম, কাজী মাওলানা আব্দুল বাছিত, কাজী মাওলানা শাব্বির আহমদ, কাজী মাওলানা নুরুল আমিন, কাজী মাওলানা আসহাব আলী, কাজী মাওলানা মামুনুর রসিদ। আর্থিক প্রতিবেদন ও ফান্ড তহবিল জন্য বক্তব্য রাখেন কাজী মাওলানা আহমদ শিবলী, কাজী মাওলানা আমিন উদ্দিন, কাজী মাওলানা আব্দুল মুকিত, কাজী মাওলানা আব্দুল মুমিন, কাজী মাওলানা আব্দুল রউফ, কাজী মাওলানা জয়নাল আবেদীন জৈন্তাপুরী। আগামী নতুন বছরের সাতটি প্রস্তাবনা ও সার্বিক বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন সমিতির সংগঠনিক সমপাদক কাজী মাওলানা বুরহান উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা কাজী কারী গোলাম আহমদ, উপদেষ্টা কাজী মাওলানা মঈন উদ্দিন আহমদ এডভোকেট, উপদেষ্টা কাজী আ ফ ম আব্দুল কাইয়ুম, সহ সভাপতি কাজী কারী মাওলানা সালাউদ্দিন আহমদ কামাল, কাজী আবু সালেহ মওদুদ কাজী মো. আবু বকর, প্রমুখ। সবশেষে মোনাজাত পরিচালনা করেন সমিতি উপদেষ্টা কাজী মাওলানা আ.ক.ম আব্দুল কাইয়ুম।