বুধবার, ডিসেম্বর ৩১, ২০ ২৫
বিজ্ঞপ্তি::
২৭ ডিসেম্বর ২০ ২৫
১১:৪৫ অপরাহ্ণ

শিক্ষার গুরুত্ব অপরিসীম ------প্রফেসর মাওলানা মাহমুদুল হাসান
ইকরা মডেল মাদরাসার শুভ উদ্ভোধন আদর্শ মানুষ গঠনে মাদরাসা

সিলেটের বটেশ্বরের চুয়াবহর সোনারগাঁ আবাসিক এলাকায় যাত্রা শুরু করেছে ইকরা মডেল মাদ্রাসা।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সরকারী আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল প্রফেসর মাওলানা মাহমুদুল হাসান বলেন, আদর্শ জাতি গঠনে মাদরাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম। একটি শিক্ষিত জনগোষ্ঠীই পারে একটি জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দিতে।

যে জাতি যতো বেশি শিক্ষিত, সে জাতি ততো বেশি উন্নত। তাই শিক্ষার বিস্তারে আমাদের কাজ করে যেতে হবে। ইকরা মডেল মাদ্রাসা অত্র এলাকায় আলোর মশাল হিসেবে কাজ করবে। আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে পাঠদান করে এই মাদ্রাসা সিলেটের শিক্ষাক্ষেত্রে অনন্য ভূমিকা রাখবে। সোনারগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শামসুল ইসলাম এর সভাপতিত্বে ও ইকরা মডেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সাইফুর রহমান খান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, সিলেট আইডিয়াল মাদ্রাসার প্রিন্সিপাল ড. এ এইচ এম সোলায়মান, নলেজ হারবাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাজমুল আনসারী, জালালাবাদ ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল মো. রুহুল আমিন, তাজ আল কুরআন মাদ্রাসার পরিচালক প্রভাষক মো. শাহিন আহমদ, জামিয়া আশরাফিয়া হেফজুল কুরআন নুরানী মাদ্রাসার পরিচালক হাফেজ কারী মাহফুজ আহমদ, হুফ্ফাজুল কুরআন মডেল মাদ্রাসার পরিচালক হাফিজ মাওলানা মামুনুর রশিদ, নকশী বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাওলানা মাজহারুল ইসলাম জয়নাল,সাগত বক্তব্য রাখেন সহকারী উপ-পুলিশ পরিদর্শক কাউছার আহমদ, এলাকার বিশিষ্ট মুরুব্বি হাজি মো. তায়েফুল হক লেছু মিয়া। অনুষ্ঠানে অনলাইনে বক্তব্য প্রদান করেন মাদরাসার ভূমিদাতা ও উদ্যোক্তা কাতার প্রবাসী মামুন মিয়া। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আব্দুর রহমান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ