বুধবার, ডিসেম্বর ৩১, ২০ ২৫
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
২৩ ডিসেম্বর ২০ ২৫
৯:৫৫ অপরাহ্ণ

কমলগঞ্জের মাধবপুরে অপ'রাধ প্রতি'রোধে বিট পুলিশিং সভা

চু'রি,ডা'কাতি,ছিন'তাই, ও দা'ঙ্গা-হা'ঙ্গামা প্রতি'রোধকল্পে এবং মাদক, জুয়া,ইভটিজিংসহ নারী-শিশু নির্যা'তন নির্মূল সংক্রান্তে মৌলভীবাজারের কমলগঞ্জ থানার উদ্যোগে ও মাধবপুর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের ৮ নং বিট এলাকায় আয়োজিত সভায় বিভিন্ন ওয়ার্ডের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

বিট পুলিশিং সভায় মাধবপুর ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিবনারায়ণ শীল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার (তদন্ত) গোলাম মোস্তফা। সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, মাধবপুর বিট অফিসার এসআই আল আছাদ, ইউপি সদস্য মোতাহের আলি, নারায়ণ রাজভর, মকবুল হোসেন,ছাবিদ আলি,হাতিম মিয়া,সালেহ আহমেদ,রামকৃষ্ণ চ্যাটার্জী প্রমূখ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,যুবদল নেতা হারুনুর রশীদ, কৃষি উপসহকারী রাধাকান্ত সিংহ, মাওলানা রুমান আহমেদ, মন্নান আহমেদ,জ্যোৎনা বেগম। বিট পুলিশিং সভায় বক্তারা বলেন,আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোন গুজবে কান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে কোন শেয়ার কিংবা তথ্য উপাত্ত ছাড়া কোন পোস্ট না দেয়ার আহ্বান করা হয়। সেইসাথে এলাকায় মাদক,জুয়া,চুরি, ডাকাতিসহ ও সামাজিক অপরাধ বৃদ্ধি যেন না ঘটে সে দিকে লক্ষ রাকতে হবে। গাঁজা ও জুয়াবিরোধী সামাজিক সচেতনতা এবং প্রশাসনের সঙ্গে জনগণের সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ৫ আগস্টের পর পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। মাদক ও জুয়া বন্ধ করা গেলে যুব সমাজ আরও সঠিক পথে এগিয়ে যাবে বলেও তিনি মন্তব্য করা হয়। কমলগঞ্জ থানার তদন্ত অফিসার গোলাম মোস্তফা তার বক্তব্যে বলেন,গ্রামগঞ্জে জমি-জমা ও নারী সংক্রান্ত বিরোধ থেকে অনেক সময় বড় ধরনের সংঘর্ষ ও হত্যাকাণ্ড ঘটনা ঘটে। এসব বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি বিশেষভাবে নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেন। তিনি আরো বলেন মাদক ও অপরাধ সংক্রান্ত যে কোনো তথ্য দিলে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। এলাকাবাসী এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিত বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান সভায়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ