বুধবার, ডিসেম্বর ৩১, ২০ ২৫
কুলাউড়া প্রতিনিধি::
২৩ ডিসেম্বর ২০ ২৫
১০ :০ ০ অপরাহ্ণ

জুলাই যুদ্ধা'দের নিয়ে প্রবাসী আওয়ামীগ নেতার কু'রু'চিপূর্ণ বক্তব্য, দ্রুত গ্রেফ'তারের দাবি ছাত্রজনত

কুলাউড়ায় জুলাই যুদ্ধাদের নিয়ে প্রবাসে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ অশালীন মন্তব্য করেছেন এক প্রবাসী আওয়ামীলিগ নেতা। তিনি হলেন কুলাউড়া উপজেলার ভূকশিমুইল ইউনিয়নের ইয়াকুব আলী বালা মিয়ার ছেলে বিদায়ী ফ্যাসিবাদী সরকারের দোসর জাবেদ আহমদ।

সে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের হাসান ডিব্বা-ফুজাইরাহ স্টেটে বসবাস করছে। এলাকায় তার বিরুদ্ধে রাজনৈতিক সন্ত্রাস, প্রতিপক্ষের ওপর হামলা-মামলা-নির্যাতনের একাধিক অভিযোগ রয়েছে।

৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে কথিত প্রিন্স, জাবেদ আহমেদ প্রবাসে নির্বিঘ্নে বসে জুলাই যোদ্ধাদের চরিত্রহণনের মিশনে লিপ্ত রয়েছে। সে নিয়মিত ফেসবুকে জুলাইযোদ্ধাদের নানারকম হুমকি-ধামকি দিয়ে তাদের বিরুদ্ধে একের পর এক কুরুচিপূর্ণ পোস্ট দিয়ে যাচ্ছে।

এতে এলাকার স্থানীয় মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কথিত প্রিন্স জাবেদ আহমেদ বিভিন্ন পোস্টে গুরুত্বপূর্ণ ব‍্যক্তিবর্গের বিরুদ্ধেও কুৎসা রটাতে পিছপা হয়নি। তার এহেন কর্মকাণ্ডে ত্যক্ত-বিরক্ত এলাকাবাসী।

এছাড়াও গণঅভ্যুত্থানের বীর সেনানী ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার পর পর এক পোস্টে কুলাঙ্গার জাবেদ উল্লাস প্রকাশ করে লিখে- ‘ওসমান হাদী গুলিবিদ্ধ/দ্রুত মুত্যু কামনা করছি’। কথিত প্রিন্স জাবেদ আহমদকে দুবাই থেকে ধরে এনে বিচারের মাধ্যমে কঠিন শাস্তি বিধানের জন্য সরকারের প্রতি এলাকাবাসী জোর দাবি জানিয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ