৪:৪৫ অপরাহ্ণ
কমলগঞ্জে "পাঙাল সাহিত্য" সংসদের অভিষেক অনুষ্ঠিত
মৌলভীবাজারের কমলগঞ্জে এক অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে বসবাসরত একমাত্র মুসলিম নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী মণিপুরী মুসলিম বা পাঙাল সম্প্রদায়ের মণিপুরী ও বাংলা সাহিত্য চর্চার প্লাটফর্ম পাঙাল সাহিত্য সংসদের যাত্রা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে বারো টায় আদমপুর তেতইগাঁও মণিপুরী কালচারাল কমপ্লেক্সের হলরুমে সংগঠনের সভাপতি কবি ও লেখক সাজ্জাদুল হক স্বপনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক কবি হুমায়ুন রেজা সোহেলের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ,বরেণ্য কবি ও লোকগবেষক ড.আবুল ফতেহ ফাত্তাহ।
বাংলা ও মণিপুরী ভাষার কবি ও লেখকদের উপস্থিতিতে পাঙাল সাহিত্য সংসদের অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী মো,আব্দুল মজিদ চৌধুরী, লেখক ও গবেষক হাজী আব্দুস সামাদ, ভারতের প্রখ্যাত লেখক ও গবেষক ড,আবুল খায়ের চৌধুরী, এডভোকেট এম এম আহমদ, সংগঠক ও সমাজকর্মী প্রকৌশলী মো, রেজাউল করিম, বাংলা একাডেমির ফেলো কবি এ,কে, শেরাম,লেখক গবেষক আহমদ সিরাজ, কবি ও লেখক আকমল হোসেন নিপু ও কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন।
অনাড়ম্বর এ অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ, স্মারক সংকলন 'খোন্থোক" ও কবি রওশন আরা বাঁশীর মণিপুরী ভাষায় লিখিত "নীংশিংবগী ঈথক ইপোম" গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠান শুরুতে ভারত থেকে আগত প্রখ্যাত লেখক ও গবেষক ড,আবুল খায়ের চৌধুরী, এডভোকেট এম এম আহমদ, সংগঠক ও সমাজকর্মী প্রকৌশলী মো, রেজাউল করিম কে পাঙাল সাহিত্য সংসদের পক্ষ থেকে সন্মানানা স্মারক প্রদান করা হয়। এসময় বিভিন্ন গণমাধ্যম কর্মী, সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।