বুধবার, ডিসেম্বর ৩১, ২০ ২৫
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
২৫ ডিসেম্বর ২০ ২৫
৪:৪৫ অপরাহ্ণ

কমলগঞ্জে "পাঙাল সাহিত্য" সংসদের অভিষেক অনুষ্ঠিত

মৌলভীবাজারের কমলগঞ্জে এক অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে বসবাসরত একমাত্র মুসলিম নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী মণিপুরী মুসলিম বা পাঙাল সম্প্রদায়ের মণিপুরী ও বাংলা সাহিত্য চর্চার প্লাটফর্ম পাঙাল সাহিত্য সংসদের যাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে বারো টায় আদমপুর তেতইগাঁও মণিপুরী কালচারাল কমপ্লেক্সের হলরুমে সংগঠনের সভাপতি কবি ও লেখক সাজ্জাদুল হক স্বপনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক কবি হুমায়ুন রেজা সোহেলের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ,বরেণ্য কবি ও লোকগবেষক ড.আবুল ফতেহ ফাত্তাহ।

বাংলা ও মণিপুরী ভাষার কবি ও লেখকদের উপস্থিতিতে পাঙাল সাহিত্য সংসদের অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী মো,আব্দুল মজিদ চৌধুরী, লেখক ও গবেষক হাজী আব্দুস সামাদ, ভারতের প্রখ্যাত লেখক ও গবেষক ড,আবুল খায়ের চৌধুরী, এডভোকেট এম এম আহমদ, সংগঠক ও সমাজকর্মী প্রকৌশলী মো, রেজাউল করিম, বাংলা একাডেমির ফেলো কবি এ,কে, শেরাম,লেখক গবেষক আহমদ সিরাজ, কবি ও লেখক আকমল হোসেন নিপু ও কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন।

অনাড়ম্বর এ অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ, স্মারক সংকলন 'খোন্থোক" ও কবি রওশন আরা বাঁশীর মণিপুরী ভাষায় লিখিত "নীংশিংবগী ঈথক ইপোম" গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠান শুরুতে ভারত থেকে আগত প্রখ্যাত লেখক ও গবেষক ড,আবুল খায়ের চৌধুরী, এডভোকেট এম এম আহমদ, সংগঠক ও সমাজকর্মী প্রকৌশলী মো, রেজাউল করিম কে পাঙাল সাহিত্য সংসদের পক্ষ থেকে সন্মানানা স্মারক প্রদান করা হয়। এসময় বিভিন্ন গণমাধ্যম কর্মী, সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ