৭:১৬ অপরাহ্ণ

গোলাপগঞ্জে আওয়ামী লীগ নেতার কথা না শুনায় সন্ত্রাসী হামলা ও মালামাল লুট
সিলেট জেলার গোলাপগঞ্জে অসহায় মানুষের মাঝে কাপড় ও খাবার বিতরণের মালামাল লুট ও সন্ত্রানী হামলার ঘটনা ঘটেছে। ২০ ডিসেম্বর ২০২২ সকাল ১২ টায় এই সন্ত্রাসী হামলা ও মালামাল লোটের ঘটনা ঘটে।
জানা যায়, স্টার ফিফটি সমবায় সমিতির সহযোগিতায় গোলাপগঞ্জ উপজেলার চৌমুহনী পয়েন্টে অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করতে গেলে আওয়ামী লীগ নেতা ইকবাল আহমদ চৌধুরীর নির্দেশে এই সন্ত্রাসী হামলা ও মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
হামলার স্বীকার স্টার ফিফটি সমবায় সমিতির সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম চৌধুরী জানান, ২০ ডিসেম্বের ২০২২ স্টার ফিফটি সমবায় সমিতির সহযোগিতায় গোলাপগঞ্জ চৌমুহনী পয়েন্টে অসহায় মানুষের মধ্যে কাপড় এবং খাবারের ঝুড়ি বিতরণ করার জন্য একটি পোগ্রাম হাতে নিয়েছিলাম। আমরা বিতরণের জন্য এক হাজারটিরও বেশি খাবারের ঝুড়ি এবং কাপড়ের ব্যবস্থা করেছিলাম।
এই খবর পেয়ে বিতরণের ৩ দিন আগে গোলাপগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইকবাল আহমদ চৌধুরী আমাকে ডেকে প্রকল্পে আমার ভূমিকার জন্য প্রসংসা করেন। তিনি আমাকে তার ব্যানারে খাবার ও কাপড় বিতরণের প্রস্তাব দেন। আমি তা প্রত্যাখান করি।
এ ব্যাপারে তিনি ক্ষিপ্ত হয়ে যান। পরে আমি আমার প্রোগ্রাম অনুযায়ী চৌমুহনী পয়েন্টে অসহায় মানুষের মাঝে কাপড় ও খাবার বিতরণের সময় প্রায় ২০/৩০ জন আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। এসময় তাদের হামলায় আমরা কয়েকজন আহত হই। পরে সেখান থেকে পালিয়ে যাই। আমাদের বিতরণের খাবার ও কাপড় সন্ত্রাসীরা লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে থানায় অভিযোগ দিতে গেলে অভিযোগ নেননি কর্তৃপক্ষ। পরে ইকবাল আহমদ চৌধুরী ফোন করে আমাকে এ বিষয় নিয়ে বেশি বারাবারি করলে প্রাণনাশের হুমকি দেন।