মঙ্গলবার, নভেম্বর ১১, ২০ ২৫
জাতীয় ডেস্ক::
২১ জুলাই ২০ ২৫
৮:৩২ অপরাহ্ণ

স্কুলে যু'দ্ধ'বিমান বি'ধ্ব'স্তে ১৯ জনের মৃ'ত্যু, ছয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৬৪

বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান রাজধানীর দিয়াবাড়িতে একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৬৪ জন। নিহতদের মধ্যে বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামও রয়েছেন।বাংলাদেশ ভ্রমণ গাইড বিমান বাহিনীর একাধিক সূত্র জানায়, যুদ্ধবিমানটি নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে আজ দুপুর ১টা ৬ মিনিটে কুর্মিটোলার ঘাঁটি ‘এ কে খন্দকার’ থেকে উড্ডয়ন করে।

আকাশে ওঠার কিছুক্ষণের মধ্যেই সেটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তৎক্ষণাৎ কন্ট্রোল টাওয়ারে জানানো হয় পরিস্থিতি। দুর্ঘটনা এড়াতে বৈমানিক জনবহুল এলাকা এড়িয়ে বিমানটিকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে দুর্ভাগ্যজনকভাবে বিমানটি উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়। এ সময় ভবনের ভেতর শিক্ষার্থী ও কর্মচারীরাও অবস্থান করছিলেন।

দুর্ঘটনার ফলে ভবনটি সম্পূর্ণ ভেঙে পড়ে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, বিমান বাহিনী, সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ এবং সিভিল প্রশাসন যৌথভাবে উদ্ধার তৎপরতা শুরু করে। এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আহতদের মধ্যে ৩৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। আহতদের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ছাড়াও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেনা ও বিমান বাহিনীর হেলিকপ্টার এবং অ্যাম্বুলেন্সে করে তাদের দ্রুত স্থানান্তর করা হয়। বিমান বাহিনীর সহকারী প্রধান (প্রশাসন) এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রম তদারকি করেন। এ সময় সেনাবাহিনী প্রধান, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিমান বাহিনী এক বিবৃতিতে জানায়, এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে।ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।স্থানীয়দের কেউ কেউ জানান, উড়ন্ত অবস্থায় বিমানের গতি এবং শব্দে অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছিল। এরপর বিকট শব্দে সেটি ভবনে আছড়ে পড়ে। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের আত্মত্যাগ দেশবাসীর হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন একাধিক প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মী।এই দুর্ঘটনায় গোটা এলাকা জুড়ে তৈরি হয়েছে শোকের ছায়া। বাতাস ভারী হয়ে উঠেছে ধোঁয়া ও কান্নার শব্দে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ