৯:৪৭ অপরাহ্ণ

হোমনায় মাথাভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
কুমিল্লার হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১ লা মে রবিবার বিকেল ৫ টার দিকে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের মহিষমারী মরহুম আব্দুল আউয়াল বাচ্চু চেয়ারম্যানের বাড়ির সংলগ্নে আব্দুল আউয়াল বাচ্চু চেয়ারম্যান মানব কল্যাণ ট্রাস্ট এর সার্বিক সহযোগিতায় এই রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। এই ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম ও প্রধান মেহমান ছিলেন আব্দুল আউয়াল বাচ্চু চেয়ারম্যান মানব কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মো. জাকিরুল আলম হেলাল।
মাথাভাঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো.আলাউদ্দিন ব্যাপারীর সভাপতিত্বে ও হোমনা উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন মেম্বার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. ফজলুল হক মোল্লা,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি খন্দকার নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক কায়সার আহমেদ ব্যাপারী, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদী হোসেন,উপজেলা তাঁতীলীগের সভাপতি হাসান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক কবির হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সদস্য রুবেল, চান্দেরচর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল হক সরকার, মাথাভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জয়নাল মোল্লা ও সাংগঠনিক সম্পাদক শাহ শরিফসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্বে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এবং স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা পাশাপাশি দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়।এছাড়াও একই মঞ্চে হোমনা উপজেলা যুবলীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান এবং মানবিক যুবলীগের প্রবক্তা শেখ ফজলে শামস্ পরশ ও তার সহধর্মিণী বিশিষ্ট আইনজীবী এ্যাড. নাহিদ সুলতানা যুথী করোনা আক্রান্ত তাদের রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।