৭:৩৩ অপরাহ্ণ
সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে'র নতূন কমিটি গঠন
সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ১৪ সেপ্টেম্বর লন্ডনের তারাতারী ইভেন্ট ভেন্যুতে অনুষ্ঠিত হয়। শাহ সানোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাশুক আহমেদ সরদারের পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রুশনারা আলী এমপি, মেয়র পদপ্রার্থী কাউন্সিলর সিরাজুল ইসলাম, সাবেক স্পিকার আবাব মিয়া, কাউন্সিলর বদরুল ইসলাম, কাউন্সিলর ফয়জুর রহমান, সাবেক চেয়ারম্যান আরমান আলী।
সভায় সর্ব সম্মতিক্রমে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান মিল্লিক-কে চেয়ারম্যান, সাবেক কাউন্সিলর রুহুল আমীনকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ আবু ইয়াসিন শুমানকে পূনরায় কোষাধ্যক্ষ, সিনিয়র ভাইস চেয়ারম্যান কাইয়ুম মিয়া ও ভাইস চেয়ারম্যান আবদুল আশিক চৌধুরীকে নির্বাচিত করে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে-এর নতূন কমিটি গঠন করা হয়। সভায় শতাধিক সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অতিথিরা অংশ গ্রহণ করেন।