সোমবার, এপ্রিল ২৮, ২০ ২৫
বিজ্ঞপ্তি:
২৫ মার্চ ২০ ২৫
৫:৫৩ অপরাহ্ণ

স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট জেলা কর আইনজীবী সমিতির আলোচনা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ২টায় মেন্দিবাগস্থ সমিতির কার্যালয়ে এ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি আয়কর আইনজীবী সিরাজুল হুসেন আহমদ আলমগীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান শিপু এডভোকেটের পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন আয়কর আইনজীবী সৈয়দ আব্দুল হামিদ।

বক্তব্য রাখেন, সমিতির সহ সভাপতি মো. শফিকুল ইসলাম এডভোকেট, সিনিয়র আয়কর আইনজীবী হাছনু চৌধুরী, সমিতির যুগ্ম সম্পাদক অজিত কুমার রায় এডভোকেট, সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ আব্দুল হামিদ, পাঠাগার সম্পাদক মওদুদ আহমদ, আয়কর আইনজীবী বাহা উদ্দিন বাহার, মো. আজমল হোসেন এডভোকেট, এ এস এম মুবিনুল হক শাহীন এডভোকেট প্রমুখ।

সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য, স্বাধীনতার চেতনা ও দেশের উন্নয়নে কর আইনজীবীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমাদের পেশাগত দায়িত্ব পালন করতে হবে।

কর আইনজীবীরা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে হবে। স্বাধীনতা আমাদের আত্মত্যাগ ও সংগ্রামের ফসল।

আমরা কর আইনজীবীরা আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছি এবং ভবিষ্যতে কর সংস্কারের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করার জন্য কাজ করবো। আলোচনা শেষে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দোয়া পরিচালনা করেন মো. হাছনু চৌধুরী। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ