বুধবার, মার্চ ২৬, ২০ ২৫
ড্রীম সিলেট ডেস্ক
১৯ মার্চ ২০ ২০
১:৩৪ পূর্বাহ্ণ

ফেঞ্চুগঞ্জে ডিটিএইচের নামে প্রতারণার ফাঁদ 

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল, ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:: বঙ্গবন্ধু স্যাটেলাইট ও ভারতীয় ডিশ সেবাদানকারী প্রতিষ্ঠান টাটা, ডেন, জিং, ডিশ টিভি, এয়ারটেল সহ বিভিন্ন রিচার্জ মাধ্যমের নাম করে এসকল ডিস রিসিভার ব্যাবহারকারীদের কাছ থেকে রিচার্জের নামে হাতিয়ে নিচ্ছে প্রচুর টাকা। কতিপয় লিমন নামের ব্যাক্তি তিনি তার নিজেস্ব ফেইসবুক একাউন্টে অল ডিটিএইচ রিচার্জ নামে একটা পেইজও করেছেন। কিন্তু বাস্তবে তা সম্পুর্ন মিথ্যে। বিষয়টি তদন্ত করতে গত ৩ ফেব্রুয়ারি তাকে ভারতীয় একশত রূপীর জন্য টাকা দেওয়া হয় তার ব্যক্তিগত বিকাশ নম্বর  01743-078297 এই নম্বরে। কিন্তু বাস্তবে উল্লেখিত রিসিভার কার্ডে কোন টাকাই আসেনি। এমন অভিযোগ করেন উপজেলার হাটুভাঙ্গা গ্রামের নাহিদুল ইসলাম চৌধুরী। তিনিও তাকে রিচার্জের জন্য ২০৫০ টাকা বিকাশে প্রদান করেন। কিন্তু একমাস পেরিয়ে গেলেও আজও আসেনি রিচার্জ। উল্লেখ্য - লিমনের বাড়ি ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নে। সে প্রথমে রিচার্জের টাকা গ্রহণ করে এবং পরবর্তীতে তার মুবাইল বন্ধ করে দেয় বলে ভুক্তভোগীদের অভিযোগ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ