৬:৫৫ অপরাহ্ণ

কমলগঞ্জে পূর্ব ঘটনার জেরে কু'.পি'.য়ে হ'.ত্যা করা হল মধুকে
মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে মধু মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার রাত সাড়ে টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের কামারছড়া চা বাগানের অফিসের সামনে।
নিহত মধু মিয়া আলীনগর ইউনিয়নের কামারছড়া চা বাগানের দুরুদ মিয়ার ছেলে।
এঘটনায় নিহতের বাবা দুরুদ মিয়া বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন। জানা যায়, পূর্ব বিরোধের জেরে আলীনগর ইউনিয়নের কামারছড়া চা বাগানের অফিসের সামনে কয়েকজন মিলে মধু মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে রেখে যায়।
ঘটনার খবর পেয়ে পুলিশ সোমবার দিবাগত রাত ১টার দিকে নিহতের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬-৭ জনকে আটক করেছে পুলিশ।
কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় মামলা করা হয়েছে। আমরা ৬ জনকে আটক করেছি। ধারণা করছি পূর্ব বিরোধের জেরেই মধু মিয়াকে হত্যা করা হয়েছে।