বুধবার, মার্চ ২৬, ২০ ২৫
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
২ ফেব্রুয়ারী ২০ ২৫
৯:৪৯ অপরাহ্ণ

কমলগঞ্জে দৈনিক সংগ্রামের ৫০ বছর পুর্তি উদযাপন

বাংলাদেশের প্রাচীন সংবাদপত্র সংগ্রামের সুবর্ণ জয়ন্তী (৫০ বছর পূর্তি) উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে পত্রিকাটির সুবর্ণ জয়ন্তী অনুষ্টিত হয়েছে।

রবিবার (২ফেব্রুয়ারি) বিকালে কমলগঞ্জ প্রেসক্লাবের হলরুমে দৈনিক সংগ্রামের সুবর্ণজয়ন্তী পালিত।

পত্রিকাটির কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি আবদুল হাই ইদ্রিছী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর।

সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এড. নুরুল ইসলাম শেফুল, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কমলগঞ্জ বণিক কল্যাণ সমিতিব সহ-সভাপতি কাজী মামুনুর রশীদ,কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি প্রণীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি শাব্বীর এলাহী,সাংবাদিক এসকে দাশ, সায়েদ আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা দৈনিক সংগ্রামের দীর্ঘ পথচলাকে স্মরণ করে পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ