বুধবার, এপ্রিল ২৪, ২০ ২৪
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
১৭ জানুয়ারী ২০ ২২
১০ :১৫ অপরাহ্ণ

কমলগঞ্জে ১ লক্ষ টাকা মূল্যের জাল টাকাসহ আটক ১
মৌলভীবাজারের কমলগঞ্জে র‌্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর বিশেষ অভিযানে ১ লক্ষ টাকা মূল্যের জাল টাকা, ২টি মোবাইল, ৪টি সীমকার্ড, নগদ ১৯ হাজার ৫ শত টাকাসহ  প্রস্তুতকারী ও ব্যবসায়ী চক্রের একজনকে আটক করা হয়েছে।

র‌্যাব-৯ সূত্র জানায়, ১৬ জানুয়ারি বিকাল সাড়ে ৫টার দিকে র‌্যাব-৯, সিলেট এর আওতাধীন সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ উপজেলায় মুন্সীবাজারে মো: ফরিদ মিয়ার মালিকাধীন মেসার্স শরীফ ট্রেডার্সের সামনে জাল টাকা প্রস্তুত করে নিয়ে এসে বিক্রির জন্য একটি চক্রের একজন সদস্য অবস্থান করছে জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে যোগেন্দ্র মল্লিক (৩৮), পিতা- দেবেন্দ্র মল্লিক, সাং- রুস্তমপুর, আলীশারকুল, সাতগাঁও ইউপি, থানা-শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার-কে আটক করে উপস্থিত জনগণের সামনে তার দেহ তল্লাশী করে পরিহিত নেভি ব্লু রংয়ের জ্যাকেটের বুকপকেট থেকে ১ লক্ষ টাকা মূল্যেমানের জাল টাকাসহ ২টি মোবাইল, ৪টি সীমকার্ড ও নগদ ১৯ হাজার ৫ শত টাকা উদ্ধার পূর্বক গ্রেফতার করে।
 
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত যোগেন্দ্র মল্লিক র‌্যাবকে জানায়, সে দীর্ঘদিন যাবৎ ঢাকা শহরে জালনোট তৈরি করে আসছে। সেই সুবাদে ঢাকা থেকে জালনোট প্রস্তুত করে নিয়ে এসে তার নিজ এলাকাসহ আশেপাশের থানা ও জেলায় জাল টাকা বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামী এবং জব্দকৃত আলামতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে র‌্যাব-৯ এর সূত্র জানায়।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ