বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০ ২৬
মো.শাহজাহান মিয়া,জগন্নাথপুর::
১৪ জানুয়ারী ২০ ২৬
৮:১২ অপরাহ্ণ

জগন্নাথপুরে হাওরের ফসল রক্ষা বাঁধের অধিকাংশ প্রকল্পে এখনো কাজ শুরুই হয়নি!

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সবচেয়ে বড় নলুয়ার হাওরসহ ১২টি হাওর ও নন হাওরে উৎপাদিত আগাম বোরো ফসল অকাল বন্যার কবল থেকে রক্ষা করতে ৩৭টি পিআইসি প্রকল্পের মাধ্যমে বেড়িবঁাধের কাজ শুরু হওয়ার কথা ছিল গত ডিসেম্বরে। এতে সরকারিভাবে বরাদ্দ দেয়া হয় ৬ কোটি ১৩ লাখ টাকা।

তবে এ পর্যন্ত এখনো অধিকাংশ প্রকল্পের কাজ শুরুই হয়নি। ফলে স্থানীয় কৃষকদের মধ্যে শঙ্কা বিরাজ করছে। ১৪ জানুয়ারি বুধবার সরেজমিনে নলুয়ার হাওরে পশ্চিমপ্রান্ত দাসনোয়াগঁাও গ্রাম এলাকায় অবস্থিত ২নং, তনং ও ভূরাখালি গ্রাম এলাকায় অবস্থিত ৪নং প্রকল্প পরিদর্শনকালে দেখা যায় ২ ও তনং প্রকল্পে সবেমাত্র মাটিকাটার কাজ শুরু হলেও ৪নং প্রকল্পে এখনো শুরুই হয়নি।

এর মধ্যে সুইচগেইট নামক ক্লোজার রয়েছে ৪নং প্রকল্পে। এ সময় কথা হয় হাওরে পথচারী জনতাদের সাথে। তারা জানান, শুধু ৪নং প্রকল্প নয় পুরো হাওরজুড়ে অধিকাংশ প্রকল্পের কাজ এখনো শুরুই হয়নি।

এ নিয়ে আমরা শঙ্কায় আছি। যদিও ৪নং প্রকল্প সভাপতি ইউপি সদস্য অনিল চন্দ্র দাস জানান, মাটিকাটার গাড়ি আসতে বিলম্ব হওয়ায় কাজ শুরু করতে পারিনি। তবে ২/১ দিনের মধ্যে শুরু হয়ে যাবে।

এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী শেখ ফরিদ জানান, হাওরের বিভিন্ন স্থানে এখনো পানি রয়েছে। অনেক স্থানে পানি নামলেও মাটি নরম রয়ে গেছে। ফলে কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে। তিনি জানান, এ পর্যন্ত ২৭টি প্রকল্পে কাজ শুরু হয়েছে। এ বিষয়ে হাওর বঁাচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির সভাপতি ও চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান মো.শাহিদুল ইসলাম বকুল বলেন, হাওরের বোরো ফসল রক্ষায় যতদ্রুত সম্ভব বঁাধের কাজ শুরু হয়ে শেষ করতে হবে। কাজে কোন অবহেলা মেনে নেয়া যাবে না।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ