৮:১২ অপরাহ্ণ
জগন্নাথপুরে হাওরের ফসল রক্ষা বাঁধের অধিকাংশ প্রকল্পে এখনো কাজ শুরুই হয়নি!
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সবচেয়ে বড় নলুয়ার হাওরসহ ১২টি হাওর ও নন হাওরে উৎপাদিত আগাম বোরো ফসল অকাল বন্যার কবল থেকে রক্ষা করতে ৩৭টি পিআইসি প্রকল্পের মাধ্যমে বেড়িবঁাধের কাজ শুরু হওয়ার কথা ছিল গত ডিসেম্বরে। এতে সরকারিভাবে বরাদ্দ দেয়া হয় ৬ কোটি ১৩ লাখ টাকা।
তবে এ পর্যন্ত এখনো অধিকাংশ প্রকল্পের কাজ শুরুই হয়নি। ফলে স্থানীয় কৃষকদের মধ্যে শঙ্কা বিরাজ করছে। ১৪ জানুয়ারি বুধবার সরেজমিনে নলুয়ার হাওরে পশ্চিমপ্রান্ত দাসনোয়াগঁাও গ্রাম এলাকায় অবস্থিত ২নং, তনং ও ভূরাখালি গ্রাম এলাকায় অবস্থিত ৪নং প্রকল্প পরিদর্শনকালে দেখা যায় ২ ও তনং প্রকল্পে সবেমাত্র মাটিকাটার কাজ শুরু হলেও ৪নং প্রকল্পে এখনো শুরুই হয়নি।
এর মধ্যে সুইচগেইট নামক ক্লোজার রয়েছে ৪নং প্রকল্পে। এ সময় কথা হয় হাওরে পথচারী জনতাদের সাথে। তারা জানান, শুধু ৪নং প্রকল্প নয় পুরো হাওরজুড়ে অধিকাংশ প্রকল্পের কাজ এখনো শুরুই হয়নি।
এ নিয়ে আমরা শঙ্কায় আছি। যদিও ৪নং প্রকল্প সভাপতি ইউপি সদস্য অনিল চন্দ্র দাস জানান, মাটিকাটার গাড়ি আসতে বিলম্ব হওয়ায় কাজ শুরু করতে পারিনি। তবে ২/১ দিনের মধ্যে শুরু হয়ে যাবে।
এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী শেখ ফরিদ জানান, হাওরের বিভিন্ন স্থানে এখনো পানি রয়েছে। অনেক স্থানে পানি নামলেও মাটি নরম রয়ে গেছে। ফলে কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে। তিনি জানান, এ পর্যন্ত ২৭টি প্রকল্পে কাজ শুরু হয়েছে। এ বিষয়ে হাওর বঁাচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির সভাপতি ও চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান মো.শাহিদুল ইসলাম বকুল বলেন, হাওরের বোরো ফসল রক্ষায় যতদ্রুত সম্ভব বঁাধের কাজ শুরু হয়ে শেষ করতে হবে। কাজে কোন অবহেলা মেনে নেয়া যাবে না।