বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০ ২৬
ডেস্ক নিউজ:
১৫ জুন ২০ ২৩
১১:৩৩ অপরাহ্ণ

সিসিক নির্বাচন: রিভিউ আবেদনে প্রার্থীতা ফিরে পেলেন কাউন্সিলর রেজুওয়ান আহমদ

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৫ নির্বাচনের রিভিউ আবেদনের পর প্রার্থীতা ফিরে পেয়েছেন নগরীর ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রেজুওয়ান আহমদ।

বৃহস্পতিবার (১৫ জুন, ২০২৩) রুটিন দায়িত্বে ইসি সচিবালয়ের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১৩ক অনুচ্ছেদ অনুযায়ী গত (১০ জুন, ২০২৩) এক বিশেষ পরিপত্রে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর রেজুওয়ান আহমদের প্রার্থীতা স্থগিত করা হয়েছিল।

নির্বাচন কমিশন তার বিরুদ্ধে আনিত অভিযোগ যাচাই-বাচাই করে এবং আনিত অভিযোগ বিশদভাবে প্রমানিত না হওয়ায় রিভিউ আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন প্রার্থীতা পূর্ণবহলা করে। এছাড়াও তাকে নির্বাচনী আরণ বিধি মেনে চলার নির্দেশনা প্রদান করা হয়।

ইসি সচিবালয়ের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন জানান, এই সিদ্ধান্ত নির্বাচনের নিয়ম ও নির্বাচনী নির্দেশিকা অনুযায়ী গ্রহণ করা হয়েছে এবং প্রার্থী পরবর্তী নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন।

গণমাধ্যমে পাঠানে এক প্রেসবিজ্ঞপিতে কাউন্সিলর রেজওয়ান আহমদ বলেন, আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ্য মিথ্যা প্রমাণিত হওয়ায়, নির্বাচন কমিশন আমার রিভিউ আদেন মঞ্জুর করেন এবং নির্বাচনী আচরণ বিধি মেনে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দেন। তিনি নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ