৪:৩৪ অপরাহ্ণ

কমলগঞ্জে মধ্যরাতে ভাল্লুক আ'.তং.'ক
মৌলভীবাজারের কমলগঞ্জের গ্রামের একটি বাড়িতে মধ্য রাতে ঢুকে হামলা চালালো একটি ভাল্লুক। ঘটনাটি ঘটেছে মাধবপুর ইউনিয়ন ছয়ছিড়ি গ্রামের মনফর মিয়ার বাড়িতে।
তবে এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার রাত সাড়ে তিন টার দিকে হাল্লা -চিৎকার শুনে গ্রামের লোকজন ভেবেছে গ্রামে চোর ঢুকেছে গ্রামবাসী লাঠিসোটা নিয়ে এগিয়ে গেলে তখন দেখতে পান একটি ভাল্লুক দৌড়ে নদীর দিকে পালিয়ে যাচ্ছে। প্রাণীটিকে দেখার পরই মুহুর্তেই গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বাড়িটির মালিক মনফর জানান, আমরা ঘুমিয়ে ছিলাম রাত অনুমানিক সাড়ে তিন টার দিকে আমার গরুর বিকট শব্দ শুনতে পেয়ে আমার ঘুম ভাঙ্গে এসময় আমি গোয়াল ঘরে ঢুকতেই ভাল্লুকটি আমার উপর আক্রমণ করতে আসে তখন নিজেকে বাচাঁতে হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করলে সে আমার সোয়ার ঘরে ঢুকে পড়ে।
মনফর মিয়ার স্ত্রী জাহানারা বেগম জানান, প্রাণীর শরীরে লম্বা চুল ছিল বার বার আমাদের আক্রমণ করার চেষ্টা করে কিন্ত মশারী থাকায় আমাদের উপর আক্রমণ করতে পারেনি।
এত হিংস্র প্রাণী এর আগে কখন দেখেনি। ছয়ছিড়ি গ্রামের স্থানীয় আকরাম মিয়া, মন্টু মিয়া, মামুন আহমেদ জানান, দু' তিন থেকে রাত হলে কুকুর দল ঘেউ ঘেউ করে গ্রামের লোকজন বাহিরে বেড় হলে কোন কিছু দেখে যার যার ঘরে ফিরে যান। ঘটনার দিন আমরা রাতে মনফর মিয়ার বাড়ী থেকে হাল্লা চিৎকার শুনে ভেবেছি গ্রামে বোধয় চোর ঢুকেছে যখন আমরা মনফর মিয়ার বাড়ীর সামনে এগিয়ে যাই তখন দেখি একটি ভাল্লুক নদীর দিকে দৌড়ে পালাচ্ছে।
তারা আরো জানান, আমাদের মনে হচ্ছে পাহাড় থেকে ভাল্লুকটি খাবারের সন্ধানে গ্রামে ঢুকে পড়েছে। সে দিনে নদীর পাশে ঝোঁপ ঝাড়ে লুকিয়ে থাকে রাতে হলে গ্রামে প্রবেশ করে। স্থানীয় ইউপি সদস্য হাতিম মিয়া জানান, এরকম কোন খবর আমার জানা নেই তবে আমি খবর নিয়ে দেখছি।