৮:৫৫ অপরাহ্ণ
জকিগঞ্জে প্রথমবার তাপাদার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান: স্ম'রণে সাংবাদিক আব্দুল খালিক তাপাদার
জকিগঞ্জে প্রথমবারের মতো তাপাদার ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা আয়োজন করে মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদ প্রদান করা হয়েছে।
জকিগঞ্জ উপজেলার ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কেজি স্কুলের চতুর্থ শ্রেণির ১২৭ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষার জন্য নিবন্ধন করে। এর মধ্যে ১২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষার ফলাফলে মেধা গ্রেডে ১৯ জন, সাধারণ গ্রেডে ৩৮ জন এবং বিশেষ গ্রেডে ৬ জনসহ মোট ৬৩ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় থানাবাজার লতিফিয়া ফুরকানিয়া দাখিল মাদ্রাসা হলরুমে তাপাদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদ্য প্রয়াত সাংবাদিক আব্দুল খালিক তাপাদারের স্মরণসভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী রুহুল আমিন তাপাদারের সভাপতিত্বে এবং কার্যনির্বাহী সদস্য, ইলাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুহেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব (রহ.)-এর ছাহেবজাদা, লন্ডন প্রবাসী মাওলানা আব্দুর রব বেলাল।
ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য ও কামালপুর (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইউনুস আলীর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, কুসুমকলি কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মাওলানা আব্দুল হামিদ লাল, এলংজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাসিব, হামিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য সুলতান আহমদ, আল-মানার একাডেমির প্রিন্সিপাল আব্দুল কাদির খান, ব্রাহ্মণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল উদ্দিন এবং দুবড়িরপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাব উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অন্যতম ট্রাস্টি যুক্তরাষ্ট্র প্রবাসী জাহরুল আমিন তাপাদার, আব্দুল হাফিজ তাপাদার, নজমুল ইসলাম তাপাদার সহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা তাপাদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাংবাদিক আব্দুল খালিক তাপাদারের সমাজসেবামূলক ও শিক্ষাবান্ধব কর্মকাণ্ডের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং এই ফাউন্ডেশনের কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত ও টেকসই হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন থানাবাজার লতিফিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা নজমুল ইসলাম। অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি। উল্লেখ্য, তাপাদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাংবাদিক আব্দুল খালিক তাপাদার গত ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজ বাসায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন মরণব্যাধী ক্যান্সারে ভুগছিলেন। দীর্ঘদিন জকিগঞ্জে সাংবাদিকতা পেশায় নিয়োজিত থাকার পর ২০০৭ সালে তিনি যুক্তরাষ্ট্রে গমন করে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। প্রবাসে থাকলেও জন্মভূমি ও এলাকার মানুষের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক আজীবন অটুট ছিল।