সোমবার, জানুয়ারী ২৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১৬ জানুয়ারী ২০ ২৬
৮:৪৪ অপরাহ্ণ

দক্ষ চালক তৈরিতে সিলেটে ব্র্যাক ড্রাইভিং স্কুলের যাত্রা শুরু

‘দক্ষ প্রশিক্ষক ও মানসম্মত চালক সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সহায়ক’-এই মূলনীতিকে সামনে রেখে সিলেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ব্র্যাক ড্রাইভিং স্কুল।

শুক্রবার (১৬ জানুয়ারি) নগরীর টিলাগড়-আম্বরখানা রোডের টিভি গেইট এলাকায় স্কুলটির নতুন শাখার উদ্বোধন করা হয়। দেশের ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক ড্রাইভিং স্কুলের কর্মকর্তারা বলেন, দেশের সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ দক্ষ চালকের অভাব এবং ট্রাফিক আইন সম্পর্কে অসচেতনতা।

ব্র্যাক ড্রাইভিং স্কুল কেবল গাড়ি চালানো শেখানো নয়, বরং একজন চালককে পূর্ণাঙ্গ ও দায়িত্বশীল করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে। ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির আওতায় ব্র্যাক ড্রাইভিং স্কুল সারা দেশে কয়েক হাজার দক্ষ ও মার্জিত চালক তৈরি করেছে।

সিলেটের এই নতুন শাখাটি এই অঞ্চলের তরুণদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সড়ক নিরাপত্তায় দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে। তারা আরো বলেন, নারীদের ক্ষমতায়ন ও স্বাবলম্বী করতে এবং নিরাপদ কর্মসংস্থান নিশ্চিতে ব্র্যাক ড্রাইভিং স্কুলে নারীদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।

এছাড়া চালকদের গাড়ির সাধারণ সমস্যা সমাধান এবং দুর্ঘটনার মুহূর্তে প্রাথমিক চিকিৎসা প্রদানের বিষয়েও হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়।সিলেটের টিভি গেইট সংলগ্ন এই শাখায় এখন থেকেই শিক্ষার্থী ভর্তি ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। দেশের সড়ক নিরাপত্তা বিনির্মাণে ব্র্যাকের এই উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারন করার পরিকল্পনা রয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ