সোমবার, জানুয়ারী ২৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২৪ জানুয়ারী ২০ ২৬
৮:২৫ অপরাহ্ণ

মায়ের মুক্তি দাবি
জুলাই আন্দোলনের সমর্থককে ডেভিল আখ্যা দিয়ে গ্রেপ্তার
সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থক ও বিএনপি পরিবারের সদস্য আহমেদ হোসেন মুন্নাকে ‘ডেভিল’ আখ্যা দিয়ে গ্রেপ্তারের অভিযোগ করেছেন তার মা সুফিয়া খানম। তিনি বলেন, পূর্ব শত্রুতার জেরে একটি প্রভাবশালী চক্রের প্ররোচনায় পুলিশ তার নির্দোষ ছেলেকে গ্রেপ্তার করেছে।
বুধবার (২১ জানুয়ারি) সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সুফিয়া খানম সিলেট নগরীর লালাদিঘীরপাড়ের বাসিন্দা এবং হাজী মকবুল হোসেনের স্ত্রী।
লিখিত বক্তব্যে তিনি জানান, কোনো মামলা বা ওয়ারেন্ট ছাড়াই গত ১৭ ডিসেম্বর ভোর রাতে কোতোয়ালি থানা পুলিশ তার একমাত্র ছেলে আহমেদ হোসেন মুন্নাকে বাসা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় ‘ডেভিল’ হিসেবে চিহ্নিত করা হলেও পুলিশ কোনো প্রমাণ দিতে পারেনি।
তিনি দাবি করেন, মুন্না বিএনপি পরিবারের একজন সদস্য ও জুলাই আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন।  স্বৈরাচার সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত লেখালেখি করতেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না; বরং তিনি প্রকাশ্যেই আওয়ামী লীগবিরোধী অবস্থান নিতেন। এ কারণে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে তিনি হুমকির মুখেও পড়েছিলেন বলে দাবি করেন তার মা।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গ্রেপ্তারের পর পুলিশ তার ছেলের মোবাইল ফোন জব্দ করে নেয়। পরে কোতোয়ালি মডেল থানার একটি মামলায় তাকে আসামি দেখিয়ে আদালতে পাঠানো হয়। অথচ মামলার বাদী সম্পর্কে পরিবার কিছুই জানতে পারেনি। পুলিশ আরও কয়েকটি মামলার কথা উল্লেখ করলেও সেগুলোতে মুন্না আগে থেকেই নির্দোষ প্রমাণিত হয়েছেন বলে দাবি করা হয়।
বর্তমানে জামিন না পাওয়ায় পরিবার চরম দুশ্চিন্তায় রয়েছে উল্লেখ করে সুফিয়া খানম বলেন, তার ছেলের অবুঝ দুই সন্তান রয়েছে, যারা বাবার অনুপস্থিতিতে মানসিকভাবে ভেঙে পড়ছে।
সংবাদ সম্মেলনে তিনি মুন্নাকে একটি ষড়যন্ত্রের শিকার দাবি করে তার মুক্তির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা, এসএমপি কমিশনার, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এবং তাঁর নির্দোষ ছেলেকে মুক্তি দেওয়ার আবেদন জানান
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ