সোমবার, জানুয়ারী ২৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২২ জানুয়ারী ২০ ২৬
৬:৫৬ অপরাহ্ণ

বেকা সিলেট ইউনিটের শীত বস্ত্র বিতরণ

বাংলাদেশ এক্স-ক্যাডেট এসোসিয়েশন (বেকা) সিলেট ইউনিট-এর উদ্যেগে সিলেট নগরীর বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। মঙ্গলবার রাত ৮ টায় শুরু করে জামিয়া ইসলামিয়া দারুল হাদীস শাহ্ গাজী ক্সসয়দ বুরহান উদ্দিন রহ. মাদ্রাসা, বুরহানবাদ, কুশিঘাট, টুলটিকর, সিলেট, মারকাযুল কোরআন, সিলেট, দপ্তরীপাড়া, পয়েন্ট সংলগ্ন, প্রত্যয় ৪৯/বি, রায়নগর এবং শহীদুল হক হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, মল্লিকা ৩৫, গোয়াইটুলা, চাষনীপীর রোড, আম্বরখানা, সিলেট এই তিনটি প্রতিষ্ঠানের এতিমদের মধ্যে ১০০টি শীত বস্ত্র বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন এক্স-ক্যাডেট এসোসিয়েশন (বেকা) সিলেট ইউনিটের সভাপতি মোঃ মিজানুর রহমান, সম্পাদক- বিভাস রায়, যুগ্ম সম্পাদক- মোঃ শাহ-আলম রাফি, কোষাধ্যক্ষ-পিকলু কুমার সরকার, প্রচার সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের পাঠাগারও প্রকাশনা সম্পাদক মোঃ মুহিবুর রহমান, কো-অপ্ট সদস্য, মোহাম্মদ জাকির হোসাইন, তোয়াহা চৌধুরী,সদস্য-মোয়াজ্জেম হোসেন লনি, জামিয়া ইসলামিয়া দারুল হাদীস শাহ্ গাজী ক্সসয়দ বুরহান উদ্দিন রহ. মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও শায়খুল হাদীস মাওলানা শায়খ নাসির উদ্দিন।

মারকাযুল কোরআন, সিলেট-এর প্রতিষ্ঠাতা ও মুহতামিম হাফিজ শেখ মুজিবুর রহমান এবং শহীদুল হক হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক হাফিজ ক্বারী আব্দুস শহিদ প্রমুখ। উক্ত শীত বস্ত্রে ৩০ টি কম্বল দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করেন বাংলাদেশ এক্স-ক্যাডেট এসোসিয়েশন (বেকা) জাতীয় নির্বাহী পরিষদ।

এতে আরোও সহযোগিতা করেন বাংলাদেশ এক্স-ক্যাডেট এসোসিয়েশন (বেকা) সিলেট ইউনিটের প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্মানিত উপদেষ্টা যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব এম এ মালেক খান, সাবেক সভাপতি ও উপদেষ্টা ডা: মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, সভাপতি সিলেট মেট্রোপলিটন কিন্ডারগার্ডেনের অধ্যক্ষ মিজানুর রহমান, সম্পাদক বিভাষ রায়, নির্বাহী সদস্য ও সাবেক সম্পাদক হুসনুল মোঃ আনিসুল হক চৌধুরী, মহিলা সম্পাদিকা সোনিয়া আক্তার চুমকি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক কোষাধ্যক্ষ ও বেকা সিলেট ইউনিটের সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম, সদস্য তোয়াহা চৌধুরী, সদস্য মাহদী হাসান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ